ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

টি-টোয়েন্টি খেলে টেস্টে নামলেও প্রস্তুতির ঘাটতি নেই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৬ জুলাই ২০২১   আপডেট: ২০:৩০, ৬ জুলাই ২০২১
টি-টোয়েন্টি খেলে টেস্টে নামলেও প্রস্তুতির ঘাটতি নেই

টি-টোয়েন্টি ক্রিকেটে মজে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা হুট করেই যাচ্ছে টেস্ট ক্রিকেটের মঞ্চে। মুমিনুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা ঢাকা লিগের শেষদিনও মাঠে নেমেছিলেন। সপ্তাহখানেক পর তারাই আবার সাদা পোশাকের লড়াইয়ে। কতটা প্রস্তুত বাংলাদেশ? টেস্ট দলপতি মুমিনুল হক জানিয়ে রাখলেন, প্রস্তুতির কোনও ঘাটতিই নেই। লাল বলে সাত দিনের যে প্রস্তুতি নিয়েছেন, তা যথেষ্ট। সেরা প্রস্তুতি নিয়েই জিম্বাবুয়ের হারারেতে আতিথেয়তা নিতে প্রস্তুত বাংলাদেশ।

ঢাকা লিগ শেষ করার দুই দিনের মধ্যেই জিম্বাবুয়েতে উড়াল দেয় বাংলাদেশ। এবারের ঢাকা লিগ ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। জিম্বাবুয়ে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে ফেরে বাংলাদেশ। প্রথমে দুই দিনের অনুশীলন। এরপর জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এবার মূল মঞ্চে নামার পালা। মঙ্গলবার (৬ ‍জুলাই) ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। অনুশীলনে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে মুমিনুল বলেন, ‘আমি এই দিকটা নিয়ে একটু চিন্তায় ছিলাম (টি-টোয়েন্টি খেলে টেস্ট ক্রিকেটে)। কিন্তু এখন দেখছি এই চিন্তাটা অনেকখানি কেটে গেছে। এখানে আসার পর এক সপ্তাহ ধরে লাল বলে অনুশীলন করছি। প্রস্তুতি ম্যাচে সবাই খুব ভালো করেছে। তাই যে ঘাটতি ছিল সেটা এখন নেই, আশা করি টেস্ট ম্যাচটা ভালো কাটবে।’

দুই দিনের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স বড় আশা দেখাচ্ছে মুমিনুলকে। ম্যাচে সাকিব, সাইফ ও শান্ত ফিফটির দেখা পেয়েছেন। মুমিনুল, মাহমুদউল্লাহ, লিটনের ব্যাটও হেসেছে। বোলিংয়ে সাকিব ও মিরাজের পকেটে গেছে ৩টি করে উইকেট। তাসকিন, ইবাদত, শরিফুলরা পেয়েছেন সাফল্য। অধিনায়কের বিশ্বাস, জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে খেলোয়াড়রা ব্যাট-বলে যে দাপট দেখিয়েছে বাংলাদেশ, তা মূল ম্যাচেও টেনে নিতে পারবেন।

মুমিনুল বলছেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুই দিনের প্রস্তুতিতে ব্যাটসম্যান-বোলাররা সবাই ভালো করেছে। তাই আমরা টেস্ট ম্যাচেও ভালো কিছু আশা করছি। আর শুধু জিম্বাবুয়েতে না, যে কোনও দেশেই অ্যাওয়ে ম্যাচ চ্যালেঞ্জিং হয়। তবে প্রস্তুতির দিক থেকে আমি আশাবাদী যে, ৫ দিন ভালো ক্রিকেট খেললে অবশ্যই ফল আমাদের দিকে আসবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়