ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘এই রক্তাক্ত গোড়ালি লাখ লাখ ভক্তের আশা বয়ে বেড়াচ্ছে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৭ জুলাই ২০২১   আপডেট: ১৬:২৯, ৭ জুলাই ২০২১
‘এই রক্তাক্ত গোড়ালি লাখ লাখ ভক্তের আশা বয়ে বেড়াচ্ছে’

২৮ বছরের শিরোপার আাক্ষেপ কি ঘুচবে এবার আর্জেন্টিনার? ১৯৯৩ সালের পর প্রথম ট্রফির খোঁজে তারা। আর একটি জয় দরকার। তাতে লিওনেল মেসি যে সেরা, তা নিয়ে সংশয়ীদের সব প্রশ্ন থেমে যাবে। বুধবার ব্রাসিলিয়ায় সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আলবিসেলেস্তেরা। ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো ফাইনালে লড়বে তারা। তবে আরেকটি শিরোপার প্রান্তে দাঁড়ানো মেসিকে শুভ কামনা জানালেন বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ আর্জেন্টাইন ভক্তরা।

সেমিফাইনালের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে এমিল মার্তিনেজের বীরত্বে জয় পায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্ক ফাবরার ট্যাকলে রক্তাক্ত গোড়ালি নিয়ে বাকি সময় খেলেন মেসি। দেশের জার্সিতে তার একটি শিরোপার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা তা প্রকাশ পেয়েছে। মার্তিনেজও জয়ের পর মেসিকে জড়িয়ে ধরে যে আবেগ প্রকাশ করেছেন, তা যেন বুঝিয়ে দিচ্ছে- ‘আমরা এবার তোমাকে খালি হাতে ফেরাবো না।’

ম্যাচ শেষ হতেই ক্রিস নামে একজন টুইট করেছেন, ‘শুভ সকাল মেসি বিদ্বেষী। আমাদের গোট কোপা আমেরিকা ফাইনালে।’ বিবেক লিখেছেন, ‘কোপা ফাইনালে পৌঁছানোয় মেসি ও আর্জেন্টিনাকে অভিনন্দন। এটাই কি সেই বছর, যে বছরে মেসি আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা জিততে যাচ্ছে?’

রিচি রিচ লিখেছেন, ‘মেসি একজন যোদ্ধা। দ্বিতীয়ার্ধের পুরো্টা সময় রক্তাক্ত গোড়ালি নিয়ে খেলেছেন।’ মেসির রক্তে ভেজা গোড়ালির ছবি দিয়ে বিশুর টুইট, ‘এই রক্তাক্ত গোড়ালি গোটা দেশের এবং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ ভক্তের আশা বয়ে বেড়াচ্ছে।’ উমেশ নেপাল আশাবাদী, ‘আর্জেন্টিনা ও লিও মেসির জন্য আরেকটি আন্তর্জাতিক ফাইনাল। আশা করি খরা এবার কাটবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়