ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইসিসি ছাড়লেন মানু সোহনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৮ জুলাই ২০২১  
আইসিসি ছাড়লেন মানু সোহনি

আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি দায়িত্ব ছাড়লেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষণা করছে যে প্রধান নির্বাহী মানু সোহনি সংস্থা ছেড়ে চলে যাচ্ছেন।’

জিওফ অ্যালারডাইস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে কাজ চালিয়ে যাবেন। তাকে সহায়তা করবেন আইসিসির বোর্ডের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা লিডারশিপ টিম।

আগেই সোহনির আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তাকে চলে যেতে চলা হয়। প্রাইসওয়াটারহাউস কুপার্স নামের একটি অডিটফার্ম তার বিরুদ্ধে আভ্যন্তরীণ তদন্তে নেমেছিল। সেই ঘটনার জের ধরে তাকে দায়িত্ব ছাড়তে বলা হয়। এছাড়া অতীতে কয়েক জন বোর্ড সদস্যের সঙ্গে মতপার্থক্যের কারণেও রোষানলে পড়েন তিনি। বিশেষ করে গত বছরের নির্বাচনের আগ দিয়ে।

২০১৯ সালের জানুয়ারিতে ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন সোহনি। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন ভারতীয় এই কর্মকর্তা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়