ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফাইনালে ব্রাজিলিয়ানদের আর্জেন্টিনা সমর্থনে ক্ষুব্ধ নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৯ জুলাই ২০২১   আপডেট: ২০:২৩, ১১ জুলাই ২০২১
ফাইনালে ব্রাজিলিয়ানদের আর্জেন্টিনা সমর্থনে ক্ষুব্ধ নেইমার

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববারের এই ম্যাচের আগে দুই ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। অবাক করা ব্যাপার হলো, খোদ ব্রাজিলিয়ানরাই এই ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে আন্তর্জাতিক ট্রফি দেখার প্রত্যাশা নিয়েই কিছু ব্রাজিলিয়ান আর্জেন্টিনার সমর্থক হয়ে গেছেন। দাঁড়িয়ে যাচ্ছেন নিজ দেশের বিরুদ্ধে। বিষয়টি ভালো লাগেনি তাদের সেরা তারকা নেইমারের।

ব্রাজিলের মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করায় ইনস্টাগ্রামে তাদের একহাত নিলেন পিএসজি স্ট্রাইকার। নেইমার লিখেছেন, ‘আমি ব্রাজিলিয়ান হিসেবে গর্ববোধ করি এবং ভালোবাসি। আমার স্বপ্ন ছিল সবসময় ব্রাজিল জাতীয় দলে খেলা এবং ভক্তদের গান শুনতে পারা। তারা (ব্রাজিল) কোনও কিছুর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তা সেটা হোক খেলা, মডেলিং প্রতিযোগিতা, অস্কার; আমি কখনও তাদের বিরুদ্ধে যাইনি, কখনও যাবোও না।’

তিনি আরও লিখেছেন, ‘ব্রাজিল হলে আমি ব্রাজিলকেই সমর্থন দেই। যারা তা করে, আমি তাদের সম্মান করি। কিন্তু যে ব্রাজিলিয়ানরা এর বিপরীত কিছু করেন, ভালো। কিন্তু আমি তাদের একদম সম্মান করি না।’

নেইমারের এই পোস্ট দেখে ব্রাজিলিয়ান আর্জেন্টিনার সমর্থকরা মন পাল্টান কি না, তা সময় বলে দেবে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়