ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভিসা জটিলতায় রুবেল-শামীমের জিম্বাবুয়ে যেতে দেরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৯ জুলাই ২০২১  
ভিসা জটিলতায় রুবেল-শামীমের জিম্বাবুয়ে যেতে দেরি

দলের বাকি সবার সঙ্গে জিম্বাবুয়ে যেতে ব্যর্থ হলেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন ও শামীম হোসেন। ভিসা জটিলতার কারণে তারা নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই দলের সদস্যরা বৃহস্পতিবার ও শুক্রবার দেশ ছেড়েছেন।

এই খবর ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালন বিভাগের চেয়ারম্যান আকরাম খান। শিগগিরই এই দুই ক্রিকেটার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবেন আশাবাদী তিনি।

আকরাম বলেছেন, ‘নিকট অতীতে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। রুবেল ও শামীম ভিসা জটিলতায় তাদের সঙ্গে যেতে পারেনি। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে দ্রুত তাদের পাঠাতে পারবো এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে তারা।’

বিসিবি নিশ্চিত করেছে, জিম্বাবুয়েতে নামা ওয়ানডে দলের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

হারারে টেস্ট শেষে ওয়ানডে সিরিজের দুই দিন আগে ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে ওয়ানডে। আর তিনটি টি-টোয়েন্টি হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়