ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে মারাকানায় থাকবে দর্শক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১০ জুলাই ২০২১   আপডেট: ২০:২২, ১১ জুলাই ২০২১
ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে মারাকানায় থাকবে দর্শক

রিও ডি জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ, তাও আবার ফাইনাল। কোপার আমেরিকার এই আসরের শেষ ম্যাচে তাই উত্তেজনার স্ফুলিঙ্গ ছুটছে। এমন ম্যাচ উপভোগ করতে প্রায় ৫ হাজার দর্শককে মাঠে আমন্ত্রণ জানিয়েছে কোপার আয়োজকরা।

রিও শহরের স্বাস্থ্য সচিব ড্যানিয়েল সোরাঞ্জ শুক্রবার একটি স্বাস্থ্যবিধি জারি করেন। এর ভিত্তিতে ৭৮ হাজার ধারণক্ষমতার মারাকানা স্টেডিয়ামের দুই প্রান্তে ১০ শতাংশ করে দর্শক প্রবেশের অনুমতি পাচ্ছে। তবে কোনও টিকিট বিক্রি করা হবে না।

কনমেবল বলেছে, ফাইনালে প্রত্যেক দল তাদের ২২০০ জন সমর্থককে আমন্ত্রণ জানাতে পারবে। মানে ৪৪০০ জন দর্শক থাকবেন। স্টেডিয়ামে প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে এবং একজনের সঙ্গে আরেকজনের মধ্যে দুই মিটার দূরত্ব রাখবেন। কোনও খাবার বা পানীয় আনা যাবে না।

২০১৯ সালের কোপা ফাইনালে মারাকানায় ৬০ হাজার দর্শক উপস্থিত ছিল। ওই ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারায় পেরুকে।

কিন্তু এই কোপায় করোনার কারণে কোনও ম্যাচে দর্শক ঢুকতে দেওয়া হয়নি। খেলা হয় রুদ্ধদ্বার স্টেডিয়ামে। তবে ফাইনালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শককে ফেরানো হচ্ছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়