ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেসির আস্থা অর্জন করে এমিলিয়ানো মার্টিনেজের ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১১ জুলাই ২০২১   আপডেট: ২০:১৩, ১১ জুলাই ২০২১
মেসির আস্থা অর্জন করে এমিলিয়ানো মার্টিনেজের ইতিহাস

আর্জেন্টিনার প্রথম গোলরক্ষক হিসেবে কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। এবারের প্রতিযোগিতায় সবচেয়ে কম (৪) গোল হজম করেছেন তিনি। তাতে গোল রক্ষকদের প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে তার মাথায়।

ফাইনালেও মার্টিনেজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ব্রাজিলের দুটি নিশ্চিত অন টার্গেট তিনি বাঁচিয়েছেন। তবে গোল হজমও করেছিলেন। কিন্তু অফসাইডে তা বাতিল হওয়ায় ক্লিনশিট থাকে তার গোলপোস্ট।

দৈর্ঘ্যে ৮ গজ ও উচ্চতায় ৮ ফুট গোলপোস্টের নিচ্ছিদ্র দেয়াল মার্টিনেজ। সেমিফাইনালে তার পারফরম্যান্স আলোচনায় আসে। দেয়াল হয়ে দাঁড়ান কলম্বিয়ার সামনে। যে দেয়াল ভেঙে গোল করার কারো সাধ্য নেই!
টাইব্রেকারে কলম্বিয়ার পাঁচ শটের তিনটি শট রুখে দিয়ে দলকে ফাইনালে তোলেন মার্টিনেজ। এবার ফাইনাল জিতিয়ে পেলেন অমরত্বের স্বীকৃতি।

ফাইনাল ম্যাচের আগে মাত্র ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মার্টিনেজ। অনুশীলনে তাকে দেখে পছন্দ হওয়ায় মেসি নিয়মিত তাকে সুযোগ দিয়ে আসছিলেন। সেমিফাইনাল ও ফাইনালে সেই আস্থার প্রতিদান দিলেন মার্টিনেজ। তাতে কোপার শিরোপার পাশাপাশি সেরা গোলরক্ষকের খেতাবও পেলেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়