ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিম্বাবুয়ে ওয়ানডের আগে মোস্তাফিজের চোট আতঙ্ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৫ জুলাই ২০২১   আপডেট: ১৬:০৭, ১৫ জুলাই ২০২১
জিম্বাবুয়ে ওয়ানডের আগে মোস্তাফিজের চোট আতঙ্ক

জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজে মোস্তাফিজুর রহমানকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

বুধবার হারারেতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পান বাঁহাতি পেসার। এ কারণে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ডান পায়ের গোড়ালিতে অস্বস্তিবোধ করছিলেন মোস্তাফিজ। টিম ম্যানেজমেন্ট তাকে মাঠ থেকে তুলে নেওয়ার আগে মাত্র পাঁচ বল করেন তিনি। পরে তাকে আইস থেরাপি দেওয়া হয়। তার শারীরিক অবস্থা নিয়ে ফিজিওথেরাপিস্টের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তবে তামিম ইকবালকে নিয়ে সুখবর মিলেছে। ইনজুরি দুশ্চিন্তা কাটিয়ে তিনি ৬২ বলে ৬৬ রান করেছেন প্রস্তুতি ম্যাচে। একমাত্র টেস্টে ছিলেন না বাঁহাতি ওপেনার। আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম।

সিরিজের শেষ দুটি ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। তিন টি-টোয়েন্টি হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়