ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোস্তাফিজের চোট, নেই মুশফিক, দল নিয়ে কী ভাবছেন তামিম?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৫ জুলাই ২০২১   আপডেট: ১৮:২৯, ১৫ জুলাই ২০২১
মোস্তাফিজের চোট, নেই মুশফিক, দল নিয়ে কী ভাবছেন তামিম?

হঠাৎ করেই ওয়ানডে সিরিজ না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়েতে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব স্বাভাবিকভাবে টের পাবে বাংলাদেশ। তাছাড়া প্রস্তুতি ম্যাচ খেলার সময় গোড়ালিতে চোট পাওয়া মোস্তাফিজুর রহমানকে নিয়েও ‍দুশ্চিন্তায় সফরকারীরা। ম্যাচ খেলতে মাঠে নামার আগের দিন দল নিয়ে কী ভাবছেন তামিম ইকবাল? নিজেও পুরোপুরি ফিট নয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম এই ম্যাচের দল নিয়ে নিজের ভাবনার কথা জানান। বাংলাদেশ অধিনায়ক নিজের ফিটনেস নিয়ে বলেন, ‘আমার চোট এমন পর্যায়ে আছে যে এটা দ্রুত সেরে তোলা যাবে না। এমন নয় যে ৫-৬ দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ফিজিও একটা প্ল্যান দিয়েছে। তারা বলেছে পুরোপুরি সেরে উঠতে একটু সময় নিবে।’

তবে এই সিরিজে খেলতে আত্মবিশ্বাসী তামিম, ‘এখন ম্যানেজ করার চেষ্টা করছি, ঝুঁকিমুক্ত থেকে ম্যানেজ করে যতটুকু খেলা সম্ভব। হাঁটুর ইনজুরি হলে একটা সমস্যার সম্মুখীন হতে পারি আমি। কাল (প্রস্তুতি ম্যাচে) ট্যাপিং করে যতটুকু ব্যাটিং করেছি সমস্যা হয়নি। ফিল্ডিং খুব বেশি করিনি অবশ্য। একটু ম্যানেজ করে আশা করি এই সিরিজ পার করতে পারবো। তারপরে আপনারা জানবেন।’

মোস্তাফিজের খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাঁহাতি ওপেনার, ‘ওকে ফিজিও দেখছে। ওর খেলার সুযোগ ফিফটি ফিফটি। আজকে আরও ভালোভাবে বুঝতে পারবো। তবে এই মুহূর্তে ফিফটি ফিফটি।’ প্রস্তুতি ম্যাচে মাত্র ৫ বল করেই মোস্তাফিজকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।’

এই পরিস্থিতিতেও দলের অন্য সবার উপর আস্থা রাখছেন তামিম, ‘আমরা সবসময় পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারি, এমন নয়। আর আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। মুশফিকের পরিস্থিতি দেখুন বা মোস্তাফিজের চোট... এগুলো নিয়ন্ত্রণে নেই। এজন্যই ১৬-১৭ জন রাখা হয় স্কোয়াডে। যারা স্কোয়াডে আছে সবাই যোগ্য।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়