ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে সব পয়েন্ট পাওয়ার লক্ষ্য বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৬ জুলাই ২০২১   আপডেট: ১২:২৬, ১৬ জুলাই ২০২১
জিম্বাবুয়ের বিপক্ষে সব পয়েন্ট পাওয়ার লক্ষ্য বাংলাদেশের

দেশের বাইরে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট সিরিজ জিতেছে কদিন আগে জিম্বাবুয়েকে হারিয়ে। এই সিরিজ ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে শুক্রবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় বেলা দেড়টা থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ। জিতলেই ম্যাচ প্রতি ১০টি করে পয়েন্ট। বাংলাদেশ এখন ৫০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের (৯৫) পরে দ্বিতীয় স্থানে। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে ব্যবধানটা কমে দাঁড়াবে ১৫ তে। তাই ৩০ পয়েন্টের লক্ষ্যে সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত লড়বে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ভালো শুরু করাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে।’ মুশফিকুর রহিম ফিরে এসেছেন দেশে। মোস্তাফিজুর রহমানও চোট শঙ্কায়। তারপরও সেরা দল নামানোর আশ্বাস অধিনায়কের, ‘আমার মনে হয় না বড় কিছু করা দরকার। দ্বিপাক্ষিক সিরিজ হলে অনেক কিছু করা যায়। কিন্তু সুপার লিগ খেলছেন, প্রত্যেক ম্যাচের আলাদা গুরুত্ব আছে। তিনটা ম্যাচেই আমরা সেরা দল খেলানোর চেষ্টা করবো।’

দলের বাকি যারা আছেন তাদের ওপর তামিম আস্থা রাখছেন, ‘আমরা সবসময় পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারি এমন নয়। আর আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। মুশফিকের পরিস্থিতি দেখুন, বা মুস্তাফিজের চোট... এগুলো নিয়ন্ত্রণে নেই। এজন্যই ১৬-১৭ জন রাখা হয় স্কোয়াডে। যারা স্কোয়াডে আছে সবাই যোগ্য।’

ওয়ানডেতে ফর্মে নেই সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডার আর একটি উইকেট নিয়ে এককভাবে দেশের শীর্ষ বোলার হবেন। এখন ২৬৯ উইকেট নিয়ে শীর্ষস্থানটি মাশরাফি মুর্তজার সঙ্গে ভাগাভাগি করছেন। তাকে নিয়েও আশাবাদী তামিম, ‘আমি সবসময় আশাবাদী থাকি। আমার কাছে মনে হয় এই পর্যায়ের খেলোয়াড় যে কোনও ম্যাচে যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। হোক ব্যাটিং হোক বোলিং। আন্তর্জাতিক পর্যায়ের যে কোনও ক্রিকেটারের উত্থানপতন থাকে। এটা খুব স্বাভাবিক। আমাদের তার ওপর বিশ্বাস রাখতে হবে। যত তাড়াতাড়ি হোক সে ফর্মে ফিরবে, রান করবে, উইকেট পাবে। সে এমন খেলোয়াড়।’

এই সিরিজের জন্য জিম্বাবুয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টা দল ঘোষণা করে। প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টারও কম সময়ের আগে এই দল ঘোষণা অবাক করার মতো ব্যাপার। এই দলে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর। সিকান্দার রাজা ফিরেছেন। তবে কোভিড রোগীর সংস্পর্শে যাওয়ার কারণে একমাত্র টেস্টে বাদ পড়া শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন এখনও জৈব সুরক্ষা বলয়ের বাইরে।

আট মাস পর আবার ওয়ানডে খেলতে নামছে জিম্বাবুয়ে। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিল, সিরিজ হারে ২-১ এ। একমাত্র যে ম্যাচটি জিতেছিল সেই ম্যাচে উইলিয়ামস ১১৮ রানে অপরাজিত ছিলেন। তাকে এই সিরিজে পাচ্ছে না স্বাগতিকরা। অবশ্য ওই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া ব্লেসিং মুজারাবানি কঠিন পরীক্ষা নিতে পারেন বাংলাদেশের।

যদিও ফেভারিট হিসেবেই নামছে বাংলাদেশ। ৮ বছর পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডেতেও তারা সাফল্য দেখতে চায়। এজন্য দারুণ শুরুর বিকল্প নেই তাদের সামনে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়