ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাশরাফিকে ছাপিয়ে সাকিবের রেকর্ড, এরপর যা হলো…

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৬ জুলাই ২০২১   আপডেট: ২১:৪৭, ১৬ জুলাই ২০২১
মাশরাফিকে ছাপিয়ে সাকিবের রেকর্ড, এরপর যা হলো…

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল; এই হারারেতেই গড়লেন কীর্তি। ২০০৬ থেকে ২০২১; মাঝে কেটে গেছে ১৫ বছর। সাকিব এ সময়ে যেমন সাফল্যের চূড়ায় উঠেছেন তেমনি নামতে হয়েছে মাটিতেও। তবে আজকের দিনটি শুধু কীর্তির।

শুক্রবার (১৬ জুলাই) তাসকিনের হাতে যখন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর ক্যাচ দিলেন; তখনই এক অনন্য রেকর্ডে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার। একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান। 

টেইলরকে আউটের পর সাকিব আরও ৪ উইকেট পেয়েছেন। একে একে আউট করেছেন রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রেগিস চাকাবা ও রিচার্ড নাগবারাকে। মাত্র ৯.৫ বলে ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। এর আগে মাত্র দুইবার ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সাকিব জাদুতে মাত্র ১৬ রানের ব্যবধানে জিম্বাবুয়ে শেষ ৪ উইকেট হারায়। বাংলাদেশের দেওয়া ২৭৭ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১২১ রান করে স্বাগতিকরা। ১৫৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২১৩ ওয়ানডেতে সাকিবের উইকেট ২৭২টি। শীর্ষে উঠতে সাকিব পেছনে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট পেয়েছেন। এই উইকেটগুলোর মধ্যে ঘরের মাঠে ১০৫ ম্যাচে সাকিব নিয়েছেন ১৫৮ উইকেট। প্রতিপক্ষের ভেন্যুতে ৬৯ ম্যাচে ৬৮ ও নিরপেক্ষ ভেন্যুতে ৩৯ ম্যাচে নিয়েছেন ৪৪ উইকেট।

ওয়ানডেতে সাকিব সবচেয়ে বেশি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। দেশটির বিপক্ষে ৪৬ ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ ৭৮ উইকেট।  দ্বিতীয় সর্বোচ্চ নিউ জিল্যান্ডের বিপক্ষে ২২ ম্যাচে নিয়েছেন ৩৭ উইকেট।

সাকিব ২০টির বেশি উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ (২৪) ও পাকিস্তানের (২১) বিপক্ষে। আর ভারতের বিপক্ষে নিয়েছেন ১৯ উইকেটে। ৫টির বেশি ম্যাচ খেলে সবচেয়ে কম উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। দেশটির বিপক্ষে ৯টি ম্যাচে নিয়েছেন ৫উইকেট। আর সবচেয়ে কম ৭ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে।

অধিনায়ক থাকা অবস্থায় সাকিব ৫০ ম্যাচে নিয়েছেন ৬৮ উইকেট। আর না থাকা অবস্থায় ১৬৩ ম্যাচে নিয়েছেন ২০৫টি উইকেট। মাশরাফির অধীনে ৭৪ ম্যাচে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন সাকিব।

এখন পর্যন্ত ২১৩ ম্যাচে ওভারপ্রতি ৪.৪৫ রান খরচ করে সাকিব নিয়েছেন ২৭২ উইকেট। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ৩ বার, ৪ উইকেট ৯ বার।  

সাকিবের পর দ্বিতীয় অবস্থানে থাকা মাশরাফির উইকেট ২৬৯। ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন অবসর নিয়ে বর্তমানে জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক। এ ছাড়া ২০০ উইকেটের মাইলফলক পার হতে পারেননি কোনো বোলার। ১০৪ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন রুবেল হোসেন।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়