ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টোকিও অলিম্পিককে সবুজ সংকেত দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২১ জুলাই ২০২১   আপডেট: ১৭:০৭, ২১ জুলাই ২০২১
টোকিও অলিম্পিককে সবুজ সংকেত দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসে গত বছরের স্থগিত হওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠছে দুই দিন পর। কিন্তু ভেঙে গেছে গেমস ভিলেজের সুরক্ষা বলয়, আক্রান্ত অর্ধশতাধিক অ্যাথলেট। মঙ্গলবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির প্রধান জানান, পরিস্থিতি বুঝে শেষ মুহূর্তে বাতিল হতে পারে এই অলিম্পিক। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস দিলেন সবুজ সংকেত।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আলাপ শেষে ঘেব্রেইয়েসাস স্বীকার করলেন, মহামারির কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবারের আসর। কিন্তু তার বিশ্বাস সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা ও জনগণের সহায়তায় অলিম্পিক স্পিরিটের জয় হবে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, ‘এই গেমস বিশ্বকে একত্রীত করুক এবং সংঘবদ্ধভাবে আমাদের মহামারিকে দমন করার প্রয়োজনীয় সংকল্প ও প্রতিজ্ঞা জাগিয়ে তুলুক। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রত্যেক দেশে ৭০ শতাংশ লোককে টিকা দেওয়া হবে।’

ঘেব্রেইয়েসাস আরও যোগ করেন, ‘অলিম্পিক মশালটি সারা বিশ্বের জন্য আশার প্রতীক হয়ে উঠুক। আর উদীয়মান সূর্যের এই দেশ থেকে আশার কিরণ সুস্বাস্থ্যকর, নিরাপদ ও সুন্দরতম বিশ্বের জন্য একটি নতুন ভোর আলোকিত করুক।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়