ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪১ বছর পর একসঙ্গে পাঁচ ভারতীয় ক্রিকেটারের অভিষেক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৩ জুলাই ২০২১   আপডেট: ১৭:০৬, ২৩ জুলাই ২০২১
৪১ বছর পর একসঙ্গে পাঁচ ভারতীয় ক্রিকেটারের অভিষেক

শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। ‘দ্বিতীয় সারির দল’ নিয়ে শ্রীলঙ্কায় দাপট দেখানো দল শুক্রবার (২৩ জুলাই) শেষ ম্যাচে বিরল এক সিদ্ধান্ত নিলো। একসঙ্গে অভিষেক হলো পাঁচ ক্রিকেটারের।

এমন ঘটনা সাধারণত খুব একটা দেখা যায় না। বিশেষ করে ভারতে শেষবার এমনটা ঘটেছিল ১৯৮০ সালে।

৪১ বছর আগে ডিসেম্বরে ওই ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। দিলীপ যোশী, কীর্তি আজাদ, রজার বিন্নি, সন্দীপ পাতিল ও তিরুমালাই শ্রীনিভাসন ক্যাপ পেয়েছিলেন।

চার দশক পর একসঙ্গে অভিষেক হলো সাঞ্জু স্যামসন, নিতিশ রানা, চেতন সাকারিয়া, রাহুল চাহার ও কৃষ্ণাপ্পা গৌতমের। বাদ পড়েছেন ইশান কিষান, ক্রুনাল পান্ডিয়া, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে টসে জেতেন শিখর ধাওয়ান। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়