ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আজীবন ফ্রি পিৎজা পাবেন ভারতের অলিম্পিক পদক জয়ী ভারোত্তোলক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৫ জুলাই ২০২১  
আজীবন ফ্রি পিৎজা পাবেন ভারতের অলিম্পিক পদক জয়ী ভারোত্তোলক

ভারোত্তোলনে ভারতের পদক খরা কাটান মীরাবাঈ

টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে ২১ বছর পর ভারতকে পদক এনে দিলেন মীরাবাঈ চানু। এই সাফল্যের পর তাকে দারুণ খবর দিলো ভারতের পিৎজা প্রস্তুতকারক সংস্থা ডোমিনোস ইন্ডিয়া। সারাজীবনের জন্য তাকে ফ্রি পিৎজা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

৪৯ কেজির ক্যাটাগরিতে রৌপ্য জয়ের পর মীরাবাঈ এক সাক্ষাৎকারে জানান, পিৎজা খেতে তিনি খুব ভালোবাসেন। দেশে ফিরে অলিম্পিকের এই সাফল্য উদযাপন করতে চান পিৎজা খেয়ে। তিনি বলেন, ‘প্রথমে আমি পিৎজা খাবো। অনেক দিন ধরে একটাও মুখে পড়েনি। এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি, এখন একটা খাবো।’

তারপরই ডোমিনোস পিৎজা জানায়, মীরাবাঈ দেশে ফেরার পর পিৎজার জন্য অপেক্ষা করতে হবে না। সবসময় ফ্রি পিৎজা পাবেন। তারা এক টুইটে এই ঘোষণা দেয়, ‘মীরাবাঈ চানু আপনাকে অনেক অভিনন্দন ঘরে মেডেল ফিরিয়ে আনায়। কোটি কোটি ভারতীয় স্বপ্ন পূরণ করেছেন। আজীবনের জন্য আপনাকে ফ্রি পিৎজা দেওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই।’

এই ঘোষণা দিয়েই বসে থাকেনি তারা। ইম্ফলে মীরাবাঈর বাড়ির সবার হাতেও পিৎজা তুলে দিয়ে এসেছে ডোমিনোস।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়