ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সূর্যকুমার-ভুবনেশ্বরে ভারতের জয়

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০১, ২৬ জুলাই ২০২১  
সূর্যকুমার-ভুবনেশ্বরে ভারতের জয়

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৩৮ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

রোববার (২৫ জুলাই) রাতে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। জবাবে ভুবনেশ্বরের বোলিং তোপে ১৮.৩ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ভুবনেশ্বর ৩.৩ ওভার বল করে ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন দীপক চাহার। ব্যাট হাতে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা ২৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৪, আভিষকা ফার্নান্দো ২৬, দাসুন শানাকা ১৬ ও মিনোদ ভানুকা ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোট ছুঁতে পারেনি।

তার আগে ভারতের ১৬৪ রানের ইনিংস ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেন সুর্যকুমার। তিনি ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করে আউট হন। এটা ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। অধিনায়ক শিখর ধাওয়ান ৩৬ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৪৬ রান।

বল হাতে শ্রীলঙ্কার দুষ্মান্থে চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন ভারতের ভুবনেশ্বর কুমার।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়