Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৩ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৮ ১৪২৮ ||  ১৩ সফর ১৪৪৩

দ্য হান্ড্রেডে করোনার থাবা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৬ জুলাই ২০২১  
দ্য হান্ড্রেডে করোনার থাবা

অ্যান্ডি ফ্লাওয়ার

করোনাভাইরাসের থাবা পড়েছে দ্য হান্ড্রেডে। চার দিন আগে শুরু হওয়া ১০০ বলের এই প্রতিযোগিতায় শুভ সূচনা করা ট্রেন্ট রকেটসের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কোভিড পজিটিভ। সোমবার নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচে নেই তিনি।

ফ্লাওয়ারের সঙ্গে দলের সাপোর্ট স্টাফের আরও দুজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। স্টিভেন মুলানি ও আরেকজন স্টাফ সদস্য সন্ধ্যার এই ম্যাচে থাকছেন না দলের সঙ্গে। তারা ফ্লাওয়ারের সংস্পর্শে ছিলেন বলে আইসোলেশনে যেতে হলো। রকেটসের হেড কোচ হিসেবে দায়িত্ব নিবেন পল ফ্রাঙ্কস।

আগামী ১০ দিন আইসোলেশনে থাকতে হবে ফ্লাওয়ার ও অন্য দুজনকে। তাতে করে ২৯ জুলাই লল্ডসে লন্ডন স্পিরিট ও ১ আগস্ট বার্মিংহ্যাম ফিনিক্সের বিপক্ষে তাদের পাবে না রকেটস।

গত ফেব্রুয়ারিতে রকেটসের দায়িত্ব নেন সাবেক ইংল্যান্ড কোচ ফ্লাওয়ার। তবে দলটির প্রথম পছন্দ ছিল স্টিফেন ফ্লেমিং। কোভিড বিধির কারণে তিনি সরে দাঁড়ান।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ