ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বন্ধুত্বপূর্ণভাবে’ বার্সা-নেইমারের আইনি জটিলতার অবসান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৬ জুলাই ২০২১  
‘বন্ধুত্বপূর্ণভাবে’ বার্সা-নেইমারের আইনি জটিলতার অবসান

বার্সেলোনার সঙ্গে নেইমারের চার মৌসুমের সম্পর্ক শেষ হতেই তা তিক্ততার পর্যায়ে চলে যায়। চার বছর ধরে দুই পক্ষের মধ্যে চলছিল আইনি লড়াই। সোমবার (২৬ জুলাই) বার্সা এক বিবৃতিতে জানালো, বন্ধুত্বপূর্ণভাবে এই চলমান সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে।

২০১৭ সালে প্যারিস সেন্ত জার্মেইতে যান নেইমার। তার মাসখানেক আগে বার্সার সঙ্গে নতুন চুক্তি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ওই চুক্তির শর্ত অনুযায়ী ৪ কোটি ৬৩ লাখ ইউরো দাবি করে কাতালান ক্লাবের বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি। পরে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে পাল্টা মামলা করে বার্সা।

তবে বার্সেলোনার একটি আদালত ক্লাবের পক্ষে রায় দেন। নেইমারের মামলা খারিজ করে গত বছরের জুনে উল্টো তাকে ৬৭ লাখ ইউরো ক্লাবকে দেওয়ার নির্দেশ দেন এক বিচারক।

স্প্যানিশ গণমাধ্যম বলেছিল, নেইমার ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং বার্সার বিরুদ্ধে নতুন একটি মামলা করেন। বার্সার সবশেষ বিবৃতি অনুযায়ী সব জটিলতার অবসান ঘটলো। আদালতের বাইরে তারা সমঝোতায় পৌঁছেছে নেইমারের সঙ্গে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়