Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৩ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৮ ১৪২৮ ||  ১৩ সফর ১৪৪৩

কোচের বিয়ের প্রস্তাবে অলিম্পিক হারের ‍দুঃখ ভুললেন ফেন্সার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৬ জুলাই ২০২১  
কোচের বিয়ের প্রস্তাবে অলিম্পিক হারের ‍দুঃখ ভুললেন ফেন্সার

সোসেদোর সঙ্গে মারিয়া

অলিম্পিকে হেরে যাওয়া যে কোনও অ্যাথলেটের জন্য খুবই দুঃখের। কিন্তু আর্জেন্টাইন ফেন্সার মারিয়া বেলেন পেরেজ মাউরিসের জীবনে এই হারই নিঃসন্দেহে সবচেয়ে সুখকর মুহূর্ত হয়ে থাকবে। কোচ লুকাস গুইলেরমো সোসেদো সেই মুহূর্ত তৈরি করলেন। হারের পর নিজের শিষ্যকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

১৭ বছর ধরে মারিয়ার কোচ সোসেদো। তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০১০ সালেও একবার প্রস্তাব দেন, কিন্তু ক্যারিয়ারের মাঝপথে থেকে সাড়া দেননি। ‘আমাকে বিয়ে করবে?’ এই প্রশ্নে অবশ্য এবার মারিয়া বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই।’

তৃতীয় অলিম্পিকে মারিয়ার পথচলা শেষ হয়েছে হাঙ্গেরির আন্না মার্টনের কাছে ১৫-১২ ব্যবধানে হেরে। এই দুঃখ বেশিক্ষণ থাকেনি মনে। বিশ্বের ২৭ নম্বর ফেন্সার বলেছেন, ‘আমি সব ভুলে গেছি, জানেন তো। আমি হ্যাঁ বলেছি, অবশ্যই সেটা বলতেই হতো।’

সোমবার সকালে সোসেদো প্রস্তাবের সিদ্ধান্ত নেন। ভেন্যুর একজন স্বেচ্ছাসেবককে চিরকুট লেখার জন্য কাগজ আনতে বলেছিলেন। কিন্তু প্রথমে ওই স্বেচ্ছাসেবক রাজি হননি। যখন সোসেদো বললেন, বিনিময়ে তাকে অলিম্পিক পিন দেওয়া হবে স্মারক হিসেবে, তখন কাগজের টুকরো আনেন। আর তাতে লেখা ছিল, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ নিচে তার স্বাক্ষর। এবার আর তাকে হতাশ করেননি মারিয়া, ভুলে গেছেন হারের দুঃখও।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ