ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টোকিওতে দৈনিক শনাক্তের রেকর্ড, গেমস ভিলেজে ৭ জনের করোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৭ জুলাই ২০২১  
টোকিওতে দৈনিক শনাক্তের রেকর্ড, গেমস ভিলেজে ৭ জনের করোনা

টোকিওতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। অলিম্পিক গেমস আয়োজনের কারণে বিপর্যয় হতে পারে, দেশবাসীর এমন আশঙ্কা সত্যি করে মঙ্গলবার রাজধানীতে রেকর্ড রোগী শনাক্ত হলো। দেশটিতে মহামারি শুরুর পর এই শহরে সর্বোচ্চ ২৮৪৮ জনের দেহে করোনা পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই দিনে অলিম্পিক ভিলেজে ৭ জনের করোনা পজিটিভ, যাদের চার জন অ্যাথলেট।

মহামারির পঞ্চম ঢেউয়ে বিপর্যস্ত জাপান। ডেল্টা ভ্যারিয়েন্টের তীব্রতায় টোকিওর হাসপাতালে চাপ বেড়ে চলেছে বলে জানিয়েছে রয়টার্স। গত রোববার রাজধানীর ২০.৮ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সংখ্যাটা ১২৬৩৫ জন।

এদিকে গেমস ভিলেজের চার জন অ্যাথলেট ও দুজন সংশ্লিষ্ট ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তাতে করে শহরের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত ভিলেজে কোভিড পজিটিভের সংখ্যা বেড়ে ১৫৫ জন। এখনও গেমস বাতিলের দাবিতে সরব দেশবাসী। তাতে করে অ্যাথলেট ও কর্মকর্তারা আশঙ্কায়। সোমবার করোনা পজিটিভ হওয়ায় সরে দাঁড়ান ডাচ টেনিস খেলোয়াড় জ্যা জুলিয়েন রোজার।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়