Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

নতুন চুক্তি করতে বার্সায় মেসি!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১৭:৩৫, ২৯ জুলাই ২০২১
নতুন চুক্তি করতে বার্সায় মেসি!

লিওনেল মেসি

লিওনেল মেসি বার্সেলোনায় ফিরেছেন। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিপত্রে অবশেষে সই করতে যাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। জুনের পরই আর্জেন্টাইনের চুক্তির মেয়াদ শেষ হয় এবং দেশকে কোপা আমেরিকা জেতানোর পর থেকে ছুটিতে ছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

বার্সেলোনার উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস, তাদের তারকা খেলোয়াড় এই মৌসুমে নতুন চুক্তিতে রাজি হবেন। এবার তিনি স্পেনে ফিরলেন এবং পরের সপ্তাহে তাতে সই করবেন। এক প্রতিবেদনে এই কথা জানায় স্পোর্ত।

আগের চুক্তিতে মেসি যেখানে সপ্তাহে ৫ লাখ পাউন্ড পেতেন, ক্লাবের আর্থিক সংকটের মুহূর্তে তিনি ৫০ শতাংশ কম বেতন নিয়ে আরও পাঁচ বছর থাকবেন। মানে আড়াই লাখ পাউন্ড হবে তার সাপ্তাহিক উপার্জন।

লা লিগার কঠোর বেতন নির্দেশনার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে কাতালান জায়ান্টদের বেতন বিল কমাতে হচ্ছে। বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা জোর গলায় বলেছেন, ‘সবসময় (মেসি) বলেছে সে থাকতে চায় এবং আলাপ আলোচনার দারুণ অগ্রগতি হয়েছে। ইয়ুস্তে ও আলেমানি অনেক খাটছে। আমরা সবাই চাই মেসি বার্সায় থাকুক। আরও অনেক বছর থাকুক এবং প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে খেলুক।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়