ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কানাডার কাছে হেরে স্বপ্নভঙ্গ ব্রাজিল নারী দলের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৩০ জুলাই ২০২১   আপডেট: ১৮:১৮, ৩০ জুলাই ২০২১
কানাডার কাছে হেরে স্বপ্নভঙ্গ ব্রাজিল নারী দলের

টোকিও অলিম্পিকে নারী ফুটবলের শেষ আট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কানাডার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকে আরে পেরে ওঠেনি লাতিন আমেরিকার দলটি।

শুক্রবার (৩০ জুলাই) টাইব্রেকে ব্রাজিল হারে ৪-৩ গোলের ব্যবধানে। এর আগে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় গোল দিতে পারেনি কোনো পক্ষই। শেষ পর্যন্ত টাইব্রেকে নির্ধারিত হয় ভাগ্য।

সেমিফাইনালে কানাডার প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস অথবা যুক্তরাষ্ট্র। ২ আগস্ট লড়াই হবে সেমিফাইনালের।

দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কানাডার গোলরক্ষক স্টেফেনি লাব্বে। শেষ মুহূর্তে ব্রাজিলকে গোলবঞ্চিত করা ছাড়াও টাইব্রেকে জিতে কানাডাকে নিয়ে যান সেমিফাইনালে।

কানাডার গোলবার লক্ষ্য করে ব্রাজিল ৯টি শট নিলেও কোনো কাজে আসেনি। একটি শটও লক্ষ্যভেদ করেনি জাল। কানাডাও সমান শট নিয়েছিল। তবে তাদের আক্রমণ ছিল ছন্নছাড়া। মাত্র ১টি শট অন টার্গেট আর ব্রাজিলের ৪টি শট।

শেষপর্যন্ত টাইব্রেকে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের।   

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়