ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

না ফেরার দেশে টিটির ‘আনু ভাই’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ৩১ জুলাই ২০২১  
না ফেরার দেশে টিটির ‘আনু ভাই’

চলে গেলেন টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ ক্রীড়া সংগঠক শামসুল আলম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্রীড়াঙ্গনে তিনি ‘আনু ভাই’ নামেই বেশি পরিচিত।

৭৮ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর একটি হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসা নিয়েছেন।

কিছুদিন আগে বাসায় ফিরলেও গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকালে নিজ কক্ষে ঘুমের মধ্যেই মারা যান 'আনু ভাই'। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর উত্তরা ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাইতুল নুর মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

শামসুল আলম টিটি ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া দক্ষিণ এশিয়ান টিটি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ারী ক্লাবেরও সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়