ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাম্পার ঘূর্ণি মোকাবেলার উপায় কী

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৩১ জুলাই ২০২১   আপডেট: ২৩:৩৮, ৩১ জুলাই ২০২১
জাম্পার ঘূর্ণি মোকাবেলার উপায় কী

লেগস্পিনে বরাবরই দুর্বল বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেটা এক রশিদ খানের বদৌলতে আরও স্পষ্ট। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে আলোচনায় সেই লেগস্পিন। রশিদ খানের জায়গায় এবারের প্রতিপক্ষ অ্যাডাম জাম্পা। রশিদ হুমকি হয়ে দাঁড়িয়েছেন বেশ কয়েকবার; এবার জাম্পাও কী হবেন?
 
বিসিবির সাবেক কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম এক বাক্যেই জানালেন, জাম্পা বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন; যদি না তাকে দক্ষ হাতে বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করা যায়।

'টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা সবসময় রান করতে চায়। কিন্তু লেগ স্পিনারদের বিপক্ষে দ্রুত রান তোলা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। বাংলাদেশকেও জাম্পা ভোগাতে পারে। স্পিনে সে অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র; সেক্ষেত্রে জাম্পাকে হুমকিস্বরূপই দেখছি আমি'-রাইজিংবিডিকে মুঠোফোনে ফাহিম ঠিক এভাবেই বলেছেন।

এখন পর্যন্ত জাম্পা ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ওভার প্রতি ৭.০৩ রান দিয়ে উইকেট নিয়েছেন ৪৭টি। সেরা বোলিং পারফরম্যান্স ১৪ রান দিয়ে ৩ উইকেট। সবচেয়ে বেশি সফল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ম্যাচে ১৪ উইকেট। এশিয়া উপমহাদেশে ১৪ ম্যাচে জাম্পা নিতে পেরেছেন ১৪টি উইকেট। তবে বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচে দারুণ করেছেন এই লেগস্পিনার। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

ফাহিম তাকে মোকাবেলার সূত্রও বাতলে দিয়েছেন। তার বিশ্বাস বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টও এভাবেই পরিকল্পনা করছে।

'জাম্পার বিরুদ্ধে খেলতে হলে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। বেশি রক্ষণাত্মক খেলা যাবে না। সিঙ্গেলস-ডাবলসের দিকে মনোযোগ দিতে হবে। রানিং বিটুইন দ্য উইকেট খেলার চেষ্টা করতে হবে। ২৪টা বলের মধ্যে কিছু না কিছুতো লুজ বল দিবেই; সেগুলোকে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে পরিণত করতে হবে। মোট কথা হলো জাম্পার বিপক্ষে খেলতে হবে পজিটিভ ক্রিকেট। আবার শুরু থেকেই যে তার উপর চওড়া হতে হবে তাও-না। পজিটিভ ভাবে তাকে মোকাবেলা করতে হবে।'

৫ বছর আগে বাংলাদেশের বিপক্ষে জাম্পার দুর্দান্ত বোলিংয়ের কথা উল্লেখ করলে ফাহিম জানান এই সময়ের জাম্পা আরও পরিণত, ' এর আগে বাংলাদেশের বিপক্ষে  টি-টোয়েন্টিতে ২০১৬ সালে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিল, নিঃসন্দেহে সে এখন আরও শক্তিশালী, আরও কার্যকর।'

তবে রশিদের মতো জাম্পাকে এত বেশি ভয়ংকর মনে করেন না ফাহিম। সাকিবদের গুরু বলেন, 'রশিদ খানের মতো অ্যাকুরেসি এখনো তার মধ্যে নেই। এখনো জাম্পা খুব নিখুঁত বোলিং করতে পারেন না। তাকে পজিটিভলি খেলতে পারলেই হলো।'  

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়