Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

ব্রোঞ্জ জিতেই অলিম্পিকে অ্যাডামসের ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১ আগস্ট ২০২১  
ব্রোঞ্জ জিতেই অলিম্পিকে অ্যাডামসের ইতিহাস

ভ্যালেরিয়া অ্যাডামস

টোকিও অলিম্পিকে মেয়েদের শট পুটে ব্রোঞ্জ জিতেই ইতিহাস গড়লেন নিউ জিল্যান্ডে ভ্যালেরি অ্যাডামস। প্রথম নারী হিসেবে চারটি কোনো একক ফিল্ড ইভেন্টে চারটি আসরে পদক জিতলেন তিনি।

৩৬ বছর বয়সী এই অ্যাথলেট ২০০৮ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হন, ২০১৬ সালে পান রৌপ্য।

এছাড়া পাঁচটি ভিন্ন অলিম্পিক শট পুট ফাইনালে প্রথম অ্যাথলেটও তিনি।

চীনের গং লিজিয়াও জিতেছেন সোনা এবং আমেরিকার রাভেন সাউন্ডার্স পেয়েছেন রুপা।

স্মরণীয় প্রত্যাবর্তনে অ্যাডামস জিতলেন ব্রোঞ্জ। ২০১৯ সালে ছেলে জন্ম দেওয়ার পরও শীর্ষ পর্যায়ে খেললেন তিনি। বিশ্বের সব নারী অ্যাথলেটদের অনুপ্রাণিত করতে চান অ্যাডামস, ‘আমি বিশ্বের সব নারী অ্যাথলেটদের অনুপ্রেরণা দিয়ে যেতে চাই। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি সন্তান নিতে চান এবং তারপর মাঠে ফিরে বিশ্বের শীর্ষ পর্যায়ে থাকতে চান, আপনি পারবেন- অবশ্যই আপনি তা করতে পারবেন।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়