ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অলিম্পিকের দ্রুততম মানব জ্যাকবস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১ আগস্ট ২০২১   আপডেট: ২০:১৪, ১ আগস্ট ২০২১
অলিম্পিকের দ্রুততম মানব জ্যাকবস

লামন্ত মার্সেল জ্যাকবস

ইতিহাসের পাতায় নাম লিখলেন লামন্ত মার্সেল জ্যাকবস। এবারের টোকিও অলিম্পিকের দ্রুততম মানব তিনি এবং ইতালির প্রথম। টোকিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন তিনি। ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক পেয়েছেন তিনি। ৯.৮৪ সেকেন্ড নিয়ে রৌপ্য গেছে যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলির হাতে। রিও অলিম্পিকের মতো এবারও ব্রোঞ্জ পেয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে, ৯.৮৯ সেকেন্ড টাইমিংয়ে।

অলিম্পিক আসরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হলো ১০০ মিটার দৌড়। গত তিনটি অলিম্পিক গেমসে এই ইভেন্টে সেরা হওয়ার খেতাবটি উসাইন বোল্ট ছাড়া অন্য কেউ পাননি। ২০১৭ সালে সব ধরনের আনুষ্ঠানিক ক্রীড়া থেকে অবসর নেন জ্যামাইকার এই বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার। তাই এবারে নতুন দ্রুততম মানব দেখল বিশ্ব।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জ্যাকবস তিন নম্বর লেনে দৌড় শুরু করেন। শেষ মুহূর্তে কেরলিকে ছাড়িয়ে ফিনিশিং লাইন ছোঁন তিনি। তারপরই আনন্দে উৎফুল্ল জ্যাকবস দৌড়ে চলে যান ইতালিয়ান সতীর্থ জিয়ানমার্কো তাম্বেরির কাছে, যিনি সদ্য পুরুষদের হাই জাম্পে সোনা জেতেন।

২০০৪ সালের অ্যাথেন্স অলিম্পিকের পর প্রথমবার বোল্টকে ছাড়াই হলো এই প্রতিদ্বন্দ্বিতা। বেইজিং, লন্ডন ও রিও ডি জেনেইরোতে টানা তিনবার ১০০ মিটারে চ্যাম্পিয়ন হন জ্যামাইকান, জেতেন ২০০ মিটারেও। আর ২০০০ সালের সিডনি গেমসের পর প্রথমবার কোনো জ্যামাইকান ছিল না ফাইনালে। বোল্টের দীর্ঘদিনের সাবেক সতীর্থ ইয়োহান ব্লেক সেমিফাইনালের বাধা উতরাতে পারেননি।

আগের দিন শনিবার (৩১ জুলাই) দ্রুততম মানবীর খেতাব পান এলেইন থম্পসন হেরা। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন এই জ্যামাইকান।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়