ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোহান-শামীমে আস্থা রেখে উপরে ব্যাটিংয়ের ভাবনা মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২ আগস্ট ২০২১  
সোহান-শামীমে আস্থা রেখে উপরে ব্যাটিংয়ের ভাবনা মাহমুদউল্লাহর

টি-টোয়েন্টি ক্যারিয়ারের বেশিরভাগ সময় লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে দেখা গেছে মাহমুদউল্লাহ। তবে সবশেষ জিম্বাবুয়ে সফরে সেই খোলস ছেড়ে বের হন বাংলাদেশের এই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। ওই সিরিজের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও উপরের দিকে ব্যাটিং করার ভাবনা তার।

কঠিন পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়াই করা, লোয়ার অর্ডারে দ্রুত রান তোলা, ৩০ থেকে ৪০ রান করে দলের বড় স্কোরে অবদান রাখা, কখনো কখনো ম্যাচ জেতানো ছোট্ট ক্যামিও অনন্য করেছে মাহমুদউল্লাহকে। দলের প্রয়োজনে বাড়তি ঝুঁকি নিয়ে ব্যাটিং করে কখনো সফল হয়েছেন, কখনো হয়েছেন ব্যর্থ। কিন্তু দিনের পর দিন ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে তিনি টিকে ছিলেন। পার্শ্বনায়ক হয়ে পেয়েছেন ফিনিশারের তকমা। দলে এখন মুশফিকুর রহিম নেই। ব্যাটিং অর্ডারের মধ্যভাগে সিনিয়র কাউকে হাল ধরতেই হবে। তবে ঘরোয়া ক্রিকেটে ফিনিশিংয়ে অভ্যস্ত নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারি দলে থাকায় মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়া সিরিজে উপরের দিকে ব্যাটিংয়ের চিন্তা করছেন।

৯২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বেশিরভাগ সময়েই লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেছেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে তাকে তিন-চারেও নামতে দেখা যায়। এবার ঘরের মাঠে তাকে দেখা যাবে চারে। পরের ধাপে সোহান, আফিফ ও শামীম। তাদের ওপর ভরসা করছেন মাহমুদউল্লাহ, ‘সোহান, আফিফ, শামীমদের ম্যাচ শেষ করার সামর্থ্য আছে। ওরা ভালো ছন্দে আছে। আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি। ইনশাআল্লাহ এই সিরিজেও তারা তাদের প্রতিভা ও সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারবে।’ 

বাংলাদেশের অধিনায়ক শেষে জানান ব্যাটিংটা করবেন উপরের দিকে, ‘বেশিরভাগ সময় আমি ৫-৬ এ ব্যাটিং করেছি। জিম্বাবুয়ে সফরে উপরের দিকে ব্যাটিং করেছি। এই সিরিজেও হয়তো বা উপরের দিকে ব্যাটিং করতে হতে পারে। চেষ্টা করব যেন দলের প্রয়োজনে অবদান রাখতে পারি।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়