ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মাহমুদউল্লাহও কেন বলছেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ২ আগস্ট ২০২১   আপডেট: ২১:১৮, ২ আগস্ট ২০২১
মাহমুদউল্লাহও কেন বলছেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল?

র‌্যাংকিং, পরিসংখ্যান, পারফরম্যান্স কোনো কিছুই প্রমাণ করে না যে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল। এ ফরম্যাটে তারা বেশ অধারাবাহিক। তবে বাংলাদেশের কোচ এমনটা বিশ্বাসই করেন না। তার দাবি, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও বাংলাদেশ বেশ ভালো দল। তবে উন্নতির আরও জায়গা আছে। প্রধান কোচের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহরও দাবি, তার দল ভালো এবং ভারসাম্যপূর্ণ।

কিন্তু কেন এমন দাবি করছেন মাহমুদউল্লাহ? শুনুন তার মুখ থেকেই, ‘টি-টোয়েন্টিতে আমাদের দল ভারসাম্যপূর্ণ। দলে যদি অলরাউন্ডার দেখেন, প্রায় পাঁচ থেকে ছয়জন অলরাউন্ডার আছে। আমাদের বোলিংও ভালো হচ্ছে। মোস্তাফিজ ফিট। শরিফুল, তাসকিনরা ভালো করছে। সাইফউদ্দিন আমাদের সেরা টি-টোয়েন্টি পেসার। স্পিনার নাসুম আছে। সাকিব তো আছেই। মেহেদি দারুণ অপশন।’

মাহমুদউল্লাহর মতে এমন দল নিয়ে আত্মবিশ্বাসী না হয়ে পারা যায় না, ‘এই বিভাগগুলোতে নিজেদের মেলে ধরতে পারলে আমদের এ ফরম্যাটে আরো ভালো করা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের দল আরো ভালো ক্রিকেট খেলার সার্মথ্য রাখে। যদি এটা করতে পারি তাহলে র‌্যাংকিংয়েও বড় পরিবর্তন আসবে শিগগিরিই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে আছেন ১৭ ক্রিকেটার। দলে সিনিয়র ক্রিকেটার আছেন মাহমুদউল্লাহ ও সাকিব। তামিম চোটের কারণে পুনর্বাসনে আছেন। মুশফিক খেলার মতো ফিট থাকলেও বায়োবাবল সংক্রান্ত জটিলতায় নেই। লিটন নেই ব্যক্তিগত কারণে। তাদের ফিরে আসার পর দল আরো শক্তিশালী হয়ে উঠবে বলেই বিশ্বাস বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের, ‘এ মুহূর্তে তামিমের ইনজুরি আছে। তবে তামিমকে যে কোনো সময়, যে কোনো দলই পেতে চাইবে। সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আশা করব দ্রুত সুস্থ হয়ে সে আবার ফিরে আসবে। মুশফিক আমাদের অতি গুরুত্বর্পূণ খেলোয়াড়। তাকে না পাওয়া সত্যিই দুর্ভাগ্য।’

দলে আফিফ, শামীম, সাইফের মতো তরুণ ক্রিকেটার আছেন। মোস্তাফিজ খেলছেন দীর্ঘদিন। মেহেদী, সোহানরা ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটার। তরুণদের ওপর মাহমুদউল্লাহ আস্থা রাখছেন দৃঢ়চিত্তে, ‘তরুণ যারা আসছে, তাদের সবার ওপর আমাদের আস্থা রাখতে হবে। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। দলই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। আমরা দলগত যখন পারফর্ম করি, ছোট ছোট কাজগুলো যখন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তখন দলগতভাবে আমরা ভালো করি। সেটাই আমাদের শক্তির জায়গা।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়