ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আক্রমণাত্মক মানসিকতায় এসেছে জয়, বললেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৩ আগস্ট ২০২১  
আক্রমণাত্মক মানসিকতায় এসেছে জয়, বললেন মাহমুদউল্লাহ

স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১৩১ রানের। বোলিং আঁটোসাঁটো হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এ রান মামুলি। তবে পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং। তা খুব ভালোভাবে জানতেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তাই তো বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষে দলগত বৈঠকে ঠিক করা হলো, ফিল্ডিং করতে হবে সাধ্যেরও বাইরে গিয়ে। ডট বলের সামান্য সুযোগ হাতছাড়া করা যাবে না। সীমানায় শতভাগ নিবেদন দেখাতে হবে। যেমন বলা, তেমন কাজ।

স্বল্প পুঁজি নিয়ে বাংলাদেশ দারুণ লড়াই করল। ফিল্ডিংয়ে সবগুলো সুযোগ কাজে লাগিয়েছেন খেলোয়াড়রা। বৃত্তের ভেতরে প্রত্যেকে ছিলেন প্রাণবন্ত, উড়ন্ত। মিস ফিল্ডিং ছিল না। তাতে অস্ট্রেলিয়ার ওপর নিয়মিত চাপ বেড়েছে। বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যায়। ১০৮ রানে আটকে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় ২৩ রানে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা দলীয়ভাবে আলোচনা করেছিলাম আমাদের দশটা রান কম হয়েছে, তাই আমাদের ভালো ফিল্ডিং করতে হবে। এটা খুবই দারুণ ব্যাপার, সবাই ভালো করতে ক্ষুধার্ত ছিল। বোলাররা তাদের পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করতে পেরেছে। প্রত্যেক বলেই আমাদের আক্রমণত্মক মানসিকতার প্রয়োজন ছিল, আমরা সেটিই করতে পেরেছি।’

তবে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে মাহমুদউল্লাহ সন্তুষ্ট নন। ম্যাচ জিতলেও বড় পুঁজি না পাওয়ায় তৃপ্ত নন তিনি, ‘আমরা সেরা (ব্যাটিংয়ে) ছিলাম না, তারপরও ম্যাচ জিতেছি। তবে এটা চলে গেছে। এখন আমাদের পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে। প্রথম বল থেকেই যেন আমরা আমাদের সেরাটা দিতে পারি।’

পাঁচ টি-টোয়েন্টির প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার (৪ আগস্ট) একই মাঠে, একই সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়