ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৮ বছরে প্রথমবার পাকিস্তান যাচ্ছে নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৫ আগস্ট ২০২১  
১৮ বছরে প্রথমবার পাকিস্তান যাচ্ছে নিউ জিল্যান্ড

সীমিত ওভারের সিরিজ খেলতে সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফর করতে যাচ্ছে নিউ জিল্যান্ড। ২০০৩ সালের পর প্রথমবার দেশটিতে ক্রিকেট খেলবে কিউইরা।

রাওয়ালপিন্ডিতে ১৭ সেপ্টেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে এই সফরের আনুষ্ঠানিকতা। পরের দুটি ওয়ানডে ১৯ ও ২১ সেপ্টেম্বর। তারপর দুই দল যাবে লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে, শুরু হবে ২৫ সেপ্টেম্বর। 

এই সিরিজ দিয়ে পাকিস্তানের লম্বা হোম মৌসুম শুরু হচ্ছে। ব্ল্যাক ক্যাপদের পর অক্টোবরেই দুটি টি-টোয়েন্টি খেলতে সেখানে যাবে ইংল্যান্ড। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট আয়োজন করবে পাকিস্তান। ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে যাবে অস্ট্রেলিয়া।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘নিউ জিল্যান্ডের মতো শীর্ষ র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে সিরিজ দিয়ে লাল ও সাদা বলের ক্রিকেটে হোম মৌসুম শুরু করা হবে রোমাঞ্চকর। আমি আনন্দিত যে নিউ জিল্যান্ড ক্রিকেট দুটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাবে রাজি হয়েছে।’

নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভ হোয়াইটও এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়