Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

বছরটা মাঠের বাইরেই কাটবে আর্চারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৫ আগস্ট ২০২১  
বছরটা মাঠের বাইরেই কাটবে আর্চারের

জোফরা আর্চার

জোফরা আর্চারের কনুইয়ের চোট আবার ফিরে এসেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার (৫ আগস্ট) জানাল, এই বছর মাঠের বাইরেই কাটাতে হবে তাদের তরুণ পেসারকে।

চোট পাওয়া ডানহাতের স্ক্যান গত সপ্তাহে করান আর্চার। রিপোর্টে স্ট্রেস ফ্র্যাকচার ফের দেখা গেছে।

তাতে করে বছরের বাকি সময়ে আর মাঠে ফেরা হচ্ছে না আর্চারের। চলতি ভারত টেস্ট সিরিজ তো বটেই, ইংল্যান্ডের জার্সিতে খেলতে পারবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ায় হতে যাওয়া অ্যাশেজ সিরিজও।

বোন ফ্র্যাগমেন্ট অপসারণে গত মে মাসে অস্ত্রোপচার করান আর্চার। জুলাইয়ে মাঠেও ফেরেন তিনি সাসেক্সের জার্সিতে। অক্সফোর্ডশায়ারের বিপক্ষে ৫০ ওভারের ওই প্রীতি ম্যাচেই ফের অস্বস্তিবোধ করতে থাকেন চোটের স্থানে।

বোর্ড নিশ্চিত করেছে, অস্ত্রোপচারের সঙ্গে স্ট্রেস ফ্র্যাকচারের কোনো যোগসূত্র নেই। ২০২০ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকায় এই সমস্যায় পড়েছিলেন ইংলিশ পেসার।

শরতের শুরুতে আর্চার মাঠে ফিরবেন আশাবাদী ইসিবি। ক্রিকেট থেকে লম্বা এই বিরতির সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়