Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

বাইক সংঘর্ষে ছেলেকে হারালেন বালাক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৫ আগস্ট ২০২১   আপডেট: ২০:৪২, ৫ আগস্ট ২০২১
বাইক সংঘর্ষে ছেলেকে হারালেন বালাক

১৮ বছর বয়সী ছেলেকে হারালেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মাইকেল বালাক। পর্তুগালে কোয়াড বাইকের সংঘর্ষে মারা গেছেন তার ছেলে এমিলিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, বৃহস্পতিবার সকালে পর্তুগালে একটি দুর্ঘটনায় মারা যান বালাকের ছেলে।

পর্তুগিজ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ট্র্যাজেডি ঘটেছে লিসবনের দক্ষিণে ত্রোয়ায়। এর কাছাকাছি বালাক বছরখানেক আগে বাড়ি কেনেন।

২০০৬ সালের বিশ্বকাপে জার্মানিকে নেতৃত্ব দেওয়া বালাক তার দেশের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। ২০০৬ সালে চেলসিতে যোগ দেন এবং ক্লাবে প্রথম মৌসুমেই সাফল্য পান। যদিও লিগ শিরোপা জিতেছেন ২০১০ সালে, ওই বছরই ক্লাবটির সঙ্গে তৃতীয় এফএ কাপ জিতে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়েন।

সাবেক চেলসি ও বায়ার্ন মিউনিখ ফুটবলারের তিন সন্তানের একজন এমিলিও। বড় সন্তান লুইসের জন্মের এক বছর পর ২০০২ সালে পৃথিবীর মুখ দেখেন তিনি। তিন বছর পর ছোট সন্তান জোর্দির জন্ম হয়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়