ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোহলির শূন্যে বিব্রতকর রেকর্ড থেকে ধোনির মুক্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ৫ আগস্ট ২০২১  
কোহলির শূন্যে বিব্রতকর রেকর্ড থেকে ধোনির মুক্তি

অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখালেন কোহলি

টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক বিরাট কোহলির দুর্বল ফর্মের গ্রাফ আরো নিচের দিকে নামল। ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন বিকালে প্রথম বলেই জেমস অ্যান্ডারসনের শিকার হন। তাতে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে পঞ্চমবার গোল্ডেন ডাক মারলেন ডানহাতি ব্যাটসম্যান।

অ্যান্ডারসনের ফুল লেংথের আউটসুইং বল ডিফেন্ড করতে চাওয়া কোহলির ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় জস বাটলারের হাতে। কট বিহাইন্ড হয়ে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন তিনি। বিব্রতকর একটি রেকর্ড থেকে মুক্তি দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে এটি ছিল কোহলির নবম ডাক। এই ফরম্যাটে সবচেয়ে বেশি শূন্যতে তিনি ছাড়িয়ে গেলেন ধোনিকে (৮)। এই অভিজ্ঞতা সাতবার আছে মনসুর আলী খান পতৌদির।

তিন সংস্করণ মিলিয়েও সবচেয়ে বেশি শূন্য অধিনায়ক কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিয়ে ১৫ বার ডাক মেরেছেন তিনি। এখানে তার পরে আছে ১৩ শূন্যের মালিক সৌরভ গাঙ্গুলি। আর সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ডাক ১৯টি, ভারতের হয়ে এই তালিকায় তার সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে গাঙ্গুলি ও কপিল দেব। ভারতের জার্সিতে সবচেয়ে বেশি ৪৩টি শূন্য সাবেক পেসার জহির খানের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়