ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসিকে রাখলে ধ্বংস হয়ে যেত বার্সা, বলছেন ক্লাব প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৬ আগস্ট ২০২১   আপডেট: ১৮:২৫, ৬ আগস্ট ২০২১
মেসিকে রাখলে ধ্বংস হয়ে যেত বার্সা, বলছেন ক্লাব প্রেসিডেন্ট

গত মৌসুমে চলে যেতে চাইলেও রিলিজ ক্লজ জটিলতায় বার্সেলোনা ছাড়তে পারেননি লিওনেল মেসি। তবে যতই সময় গেছে, দলের প্রতি আস্থা ফিরে পেয়েছিলেন। তাই তো বেতন কমিয়েও থাকতে রাজি হয়েছিলেন। আন্তর্জাতিক ট্রফি জেতার উচ্ছ্বাস নিয়ে যোগ দিতে চেয়েছিলেন ন্যু ক্যাম্পে। নতুন চুক্তি করার একেবারে দোরগোড়ায় ছিলেন। পারলেন না থাকতে। লা লিগার কঠোর বেতন নীতি বার্সা ও মেসির মাঝখানে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার চূড়ান্ত ঘোষণার পর প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা বললেন, মেসিকে রাখলে ভবিষ্যতে বিরাট ঝুঁকির মুখে পড়ত ক্লাব, ধ্বংস হয়ে যেত স্প্যানিশ জায়ান্টরা।

মেসিকে রাখার আশ্বাস দিয়ে নির্বাচনে জেতা প্রেসিডেন্ট শুক্রবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে বললেন সেই কথা, ‘সে যা করেছে, সবকিছুর জন্য তাকে ধন্যবাদ জানাই আমরা। কিন্তু ক্লাব খেলোয়াড় ও প্রেসিডেন্টদের আগে। যে কারণে আমাদের আলোচনার এই বিন্দুতে পৌঁছাতে হলো তার বস্তুনিষ্ঠ কারণ আছে, সেগুলো জনতে চাইলে আমি ব্যাখ্যা করতে পারি। মেসির চুক্তির জন্য যে পর্যায়ের বিনিয়োগ করতে হতো, তা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সেই ঝুঁকিগুলোও নিতে চেয়েছিলাম, কিন্তু যখন বুঝলাম অডিটের পর বাস্তব পরিস্থিতি ভিন্ন হবে। মেসির সঙ্গে চুক্তি অডিটের পর ক্লাবকে বিরাট ঝুঁকির মুখে ফেলত। খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদেরও আগে ক্লাব।’

বার্সাকে রক্ষায় লা লিগার নিয়ম-নীতি মানতে বাধ্য হয়েছেন বলে লাপোর্তা জানালেন, ‘লিও থাকতে চেয়েছিল, আমরাও তাকে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের নিয়ম মানতে হবে। এই নিয়মের শিথিলতা চেয়েছিলাম, কিন্তু সেটা অজুহাত হতে পারে না। আমরা নিয়ম নীতি জানি, আগের বোর্ড অব ডিরেক্টরদের কারণে আমরা এখন ভুগছি। সে প্রমাণ করেছে বার্সেলোনাকে কতটা ভালোবাসে। এখানে তার শেকড়। আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। কিন্তু আমি বুঝতে পারছি, বার্সেলোনার স্বার্থে সেরা সিদ্ধান্তটাই নিয়েছি আমরা।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়