ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেসির সঙ্গে চুক্তির খবর মিথ্যা: পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৭ আগস্ট ২০২১   আপডেট: ১৭:৪৫, ৭ আগস্ট ২০২১
মেসির সঙ্গে চুক্তির খবর মিথ্যা: পিএসজি

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন হওয়ার পর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায়, পিএসজির সঙ্গে চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাব মালিকের সৎ ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানির এই দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বার্সার সঙ্গে চুক্তির সম্ভাবনা শেষ হওয়ার পর গত দুই দিন ধরে মেসির নতুন ক্লাব হিসেবে পিএসজিকে ভাবা হচ্ছে। এমন সময়ে পিএসজির মালিকের সৎ ভাই ইঙ্গিত দেন, মেসির সঙ্গে আলাপ আলোচনা শেষ। আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

পিএসজির কমিউনিকেশনস ডিপার্টমেন্ট পরে জানায়, চুক্তির ব্যাপারে আল-থানির বিবৃতি পুরোপুরি মিথ্যা। ক্লাব ও মেসির চুক্তিতে সম্মতি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

আল-থানি লিখেছিলেন, ‘আলাপ আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। পরে ঘোষণা করা হবে।’

ফরাসি গণমাধ্যম লেকিপ জানায়, নেইমারের চেয়ে বেশি বেতনে মেসিকে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে পিএসজি। তার বার্ষিক বেতন ধরা হয়েছে সাড়ে তিন কোটি ইউরো। তার সঙ্গে আরো কিছু বোনাস পাবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়