ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্যাটসম্যানদের দুষলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ৭ আগস্ট ২০২১  
ব্যাটসম্যানদের দুষলেন মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার (৬ আগস্ট) টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিনেই বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান চেয়েছিলেন। ২৪ ঘণ্টা না পেরোতেই আরেকটি ম্যাচ খেলতে নেমে সেই ব্যাটসম্যানদের ব্যর্থতায় ডুবল দল।

শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচে স্কোরবোর্ডে মাত্র ১০৪ রান জমার পরও লড়াই করে হারল বাংলাদেশ। একটা পর্যায়ে মনে হয়েছিল তারাই বুঝি জিততে যাচ্ছে। কিন্তু রান কম থাকায় শেষ পর্যন্ত ভাগ্য তাদের পক্ষে ছিল না। ইনিংসের ৬ বল বাকি থাকতে বাংলাদেশ হারে ৩ উইকেটে।

তাই ম্যাচ শেষে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদউল্লাহ, 'আমরা মোস্তাফিজের দুটি ওভার রেখে দিয়েছিলাম শেষের জন্য। কারণ আমাদের স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না। কিন্তু ব্যাটসম্যানরা মূলত পারফর্ম করেনি।'

তৃতীয় ম্যাচে দুই ওভারে যখন ২২ রান দরকার, তখন মোস্তাফিজ এক ওভার করে মাত্র ১ রান দিয়েছিলেন। কিন্তু আজ বলের তুলনায় রানের পার্থক্য অনেক কম ছিল। তাই শেষ পর্যন্ত লড়াইটা জমে ওঠেনি। মাহমুদউল্লাহ বলেন, 'আজকে এই সিরিজের সবচেয়ে কঠিন উইকেট ছিল। আমরা এখান থেকে তেমন কিছু নিতে পারিনি। ব্যাটিংয়ের সময় যে সুযোগ পেয়েছি, সেটার সুবিধা নিতে পারিনি।'

বরাবরের মতো আজও শুরুতে ফেরেন সৌম্য। এই সিরিজে ব্যাট হাতে ফ্লপ এই ব্যাটসম্যান। চার ম্যাচে আসে ১২ রান! আরেক ওপেনার নাঈম ক্রিজে থাকলেও আউট হয়েছেন থিতু হয়ে। তার ইনিংসটি ছিল না টি-টোয়েন্টিসুলভ (৩৬ বলে ২৮)। আগের তিন ম্যাচে সাকিব আল হাসান তিনে নেমে দ্রুত (৩৬, ২৬, ২৬) রান তুললেও চতুর্থ ম্যাচে সেটাও হয়নি। তিনি ২৬ বলে ১৫ রান করে আউট হন। দল আরও চাপে পড়ে। সাকিবের আউটের পর ৩ রানের মধ্যে ঘটে জোড়া পতন। মাহমুদউল্লাহ-নুরুল আউট হন শূন্য রানে। মাহমুদউল্লাহ তৃতীয় ম্যাচে ফিফটি করেছিলেন; এই ম্যাচে ফেরেন খালি হাতে। এই সিরিজে মাহমুদউল্লাহর এটি দ্বিতীয় শূন্য।

আগের ম্যাচগুলোতে আফিফ কার্যকরী ভূমিকা রাখলেও এবার আউট ১৭ বলে ২০ রান করে। শামীম ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না। আগের দুই ম্যাচে ৭ রান করা এই ব্যাটসম্যান আউট হলেন ৩ রানে। শেষে মেহেদীর ১৭ বলে ২৩ রানের ক্যামিওতে কোনোমতে ১০০ পার করে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ বলেন, 'আমরা মনে হয় উইকেট ভালোমতো বুঝতে পারিনি। এই উইকেটে ১২০ রান হলে ভালো হতো। আমরা ১০-১৫ রান কম করেছি। এর মধ্যেও বোলাররা ভালো করেছে। এই রান নিয়েও খেলাটা আমরা ১৯তম ওভারে এনেছি। তবে ব্যাটসম্যানদের আরো সতর্ক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে হবে।'

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়