ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্যারিয়ারের নতুন পর্যায়ে উচ্ছ্বসিত মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১১ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৫৯, ১১ আগস্ট ২০২১
ক্যারিয়ারের নতুন পর্যায়ে উচ্ছ্বসিত মেসি

লিওনেল মেসির চিন্তায় ছিল কেবলই বার্সেলোনা। ‘ওয়ান ক্লাব ম্যান’ হয়েই ন্যু ক্যাম্প ছাড়ার ইচ্ছা ছিল। স্প্যানিশ জায়ান্টরা আর্থিক সংকট ও লা লিগার কঠোর নীতির কারণে চুক্তি নবায়ন করতে পারেনি। তাই মেসির ক্যারিয়ারের মোড় ঘুরে নতুন ঠিকানা পিএসজিতে। সেখানে গিয়ে কেমন অনুভূতি হচ্ছে জানালেন তিনি।

বুধবার (১১ আগস্ট) প্রথম সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ‘গত সপ্তাহে যা ঘটেছিল, তা ছিল কঠিন এবং অনেক দ্রুত হয়ে গেল সব। এটা ছিল আবেগী। আগের দিন ছিল একরকম, পরের দিন অন্যরকম। অনেক অনুভূতি কাজ করেছিল। কেউ এটার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু আমার ক্যারিয়ার ও পরিবারের জন্য এই নতুন পর্যায় নিয়ে আমি উচ্ছ্বসিত।’

মেসি জানালেন, পিএসজিতে আসার সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো। মেসি বললেন, ‘আমাকে এই ক্লাব বাছাইয়ে কোচিং স্টাফ ও স্কোয়াড অনেক কিছু করেছিল। আমি মাউরিসিও পচেত্তিনোকে ভালোভাবে চিনি। ব্যাপার হলো এই আর্জেন্টাইন আমাকে শুরু থেকে সহায়তা করেছে, আমার সিদ্ধান্ত গ্রহণে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি খুশিতে আত্মহারা। এই দিনটাকে তিনি ঐতিহাসিক বললেন, ‘ফুটবল ও ক্লাবের জন্য এটা চমৎকার ও ঐতিহাসিক দিন। সবাই লিওকে জানে, তিনি ছয়টি ব্যালন ডি’অর জেতা একমাত্র ফুটবলার। বিশ্বজুড়ে থাকা আমাদের সমর্থক ও ভক্তদের জন্য এটা হতে যাচ্ছে খুবই রোমাঞ্চকর ব্যাপার।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়