ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দল দেখে ডমিঙ্গো বললেন ‘নিউ জিল্যান্ডকেও হারাবো’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১২ আগস্ট ২০২১  
দল দেখে ডমিঙ্গো বললেন ‘নিউ জিল্যান্ডকেও হারাবো’

ঘরের মাঠে উড়ছে বাংলাদেশ। একে একে বধ করছে ক্রিকেটের শক্তিশালী দলগুলোকে। ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়াকে পাত্তা না দিয়ে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার সামনে প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বিশ্বাস নিউ জিল্যান্ডকেও হারাবে বাংলাদেশ।

`আমরা দেশের মাটিতে ভালো খেলছি। আমরা অনুভব করি নিউ জিল্যান্ডকে হারাতে পারব। তবে নিশ্চিত করতে হবে আমরা যেন ভালো খেলি’-এভাবেই বলেছেন মাহমুদউল্লাহ-সাকিবদের গুরু।

সম্প্রতি শেষ হওয়া সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশ। বিশ্বকাপের আসরে চারটি ম্যাচে খেলে চারটিতেই হেরেছিল টাইগাররা। এবার ৫ ম্যাচের সিরিজে টানা ৩টিতে জিতে সিরিজ নিশ্চিত করেছিল মাহমুদউল্লাহর দল। সবমিলিয়ে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে অজিদের। এমন পারফরম্যান্সে শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাস বাড়বে স্বাভাবিক।

তবে বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ডের প্রথম সারীর অনেক ক্রিকেটারই আসছেন না। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনার মার্টিন গাপটিল, কনওয়েরা সফরে নেই। নিউ জিল্যান্ডের দল দেখে স্বভাবতই হতাশ ডমিঙ্গো,‘তারা কাকে কাকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই। অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না। এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো।’

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। এ সফরে নেই ব্ল্যাক-ক্যাপসদের বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড়। সেই তালিকায় আছেন— কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে ও টড অ্যাস্টলের মতো খেলোয়াড়রা।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে কখনো জেতেনি বাংলাদেশ। ১০ ম্যাচ খেলে হার ১০টিতেই। এবার পরাজয়ের ব্যবধান কমানোর মোক্ষম সুযোগ বাংলাদেশের সামনে। অতিথিদের হারাতে ডমিঙ্গো বেশ আত্মবিশ্বাসী,‘ ‘এসব সিরিজ থেকে যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস নেওয়ার আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই জরুরী। জানি টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখনও অনেক বিভাগে উন্নতি করার আছে।’

বাংলাদেশ-নিউ জিল্যান্ডের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে পহেলা সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো খেলা হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ঢাকা/রিয়াদ/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়