ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

র‍্যাংকিংয়ে দুই মাসে চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১২ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৩৩, ১২ আগস্ট ২০২১
র‍্যাংকিংয়ে দুই মাসে চার ধাপ পেছালো বাংলাদেশ ফুটবল

বিশ্ব ফুটবলের র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এমনিতেও তলানিতে। এবার আরও পেছালো। দুই মাসের ব্যবধানে বাংলাদেশ ফুটবল র‍্যাংকিংয়ে পিছিয়েছে চার ধাপ। এ বছরের মে'তে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ, নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে চার ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা হাল নাগাদ করা র‍্যাংকিং প্রকাশ করে। এপ্রিল থেকে মে পর্যন্ত অবস্থান ছিল ১৮৪। এর আগে ছিল ১৮৬তম অবস্থানে। ২০২০ সাল জুড়ে অবস্থান ছিল ১৮৬তম স্থানে। এর আগের বছর ২০১৯ সালে ছিল ১৮৭তম স্থানে। 

এই তিন বছরের মধ্যে এটাই সর্বনিম্ন র‍্যাংকিং। এর আগে সর্বনিম্ন র‍্যাংকিং ছিল ১৯৭তম স্থানে। ২০১৭ সালের সেপ্টেম্বরে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে ছিল বাংলাদেশ। আর ১৯৯৬ সালের জুলাইয়ে সর্বোচ্চ র‍্যাংকিং ছিল ১১০তম স্থানে।  

চলতি বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে ড্র ছাড়া ভারত-ওমানের বিপক্ষে হারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২-০ ও ওমানের বিপক্ষে ৩-০ গোলে হারে লাল সবুজের দল। এরপরেই অবনতি ঘটে র‍্যাংকিংয়ে। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়