ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘মেসি বই’ বন্ধ করার আহ্বান কোম্যানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৩ আগস্ট ২০২১  
‘মেসি বই’ বন্ধ করার আহ্বান কোম্যানের

২০০৩ সালের পর প্রথমবার লিওনেল মেসিকে ছাড়া লা লিগা খেলতে নামছে বার্সেলোনা। তার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। তবে কোচ রোনাল্ড কোম্যান বলছেন, এখন এই বিষয়টি নিয়ে না ভেবে নতুন মৌসুমের দিকে পুরোপুরি মনোনিবেশ করা উচিত।

মেসি তার পারফরম্যান্স দিয়ে ১৭ বছর মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন বার্সাকে। আর কখনো কাতালানদের জার্সিতে মাঠ মাতাবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৩৪ বছর বয়সী তারকা এখন পিএসজিতে। তার শূন্যস্থান যে অপূরণীয়, তা একবাক্যে স্বীকার করেছেন কোম্যান। কিন্তু দলে যারা আছেন, নতুন করে এসেছেন- তাদের নিয়ে এগিয়ে যেতে চান ডাচ কোচ।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে কোম্যান বলেছেন, ‘আমাদের বুঝতে হবে যে একজন খেলোয়াড়ের সবসময় একটি শেষ আছে। এখন এই বইটি বন্ধ করতে হবে কারণ আমাদের মনোনিবেশ করতে হবে নতুন মৌসুমের প্রতি। আমাদের নতুন খেলোয়াড়রা এসেছে এবং আমাদের সামনে এগোতে হবে। এই মৌসুমে দলে তরুণ খেলোয়াড়দের পেয়েছি। এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আমরা কাজ করছি। সেই দিকে আমাদের মনোনিবেশ করা সত্যিই গুরুত্বপূর্ণ, গত কয়েক দিনে কী হয়েছে সেটা নিয়ে নয়।’

মেসির আকস্মিক বিদায়ে অবাক হয়েছেন কোম্যানও, ‘আমি জানতাম ক্লাব, লিও মেসি ও লিগের মধ্যে একটা কঠিন পরিস্থিতি চলছিল যাতে তাকে ক্লাবে রাখার সম্ভাবনা থাকে। অনেক সময় লেগে গেছে। তবে যেই দিন, যেই মুহূর্তে শুনলাম সে বার্সেলোনার হয়ে খেলা শেষ করে ফেলেছে, তখন অবাক হলাম। আমি জানতাম ক্লাবের আর্থিক পরিস্থিতি এটাকে অনেক বেশি কঠিন করে তুলেছে। আমি মনে করি এটা ছিল কঠিন কারণ আমরা সাধারণ কোনো খেলোয়াড়কে নিয়ে নয়, কথা বলছি লিও মেসিকে নিয়ে, যে অনেক মৌসুম ধরে বিশ্বের সেরা খেলোয়াড়। এই মৌসুমে সে আমাদের সঙ্গে খেলবে না জেনে আমরা সবাই হতাশ হয়েছিলাম।’

তবে এখন দ্রুত সবকিছুর পরিবর্তন চান বার্সা কোচ, ‘এখন সবকিছু দ্রুত পরিবর্তন করতে হবে। হতাশায় থেকে নতুন মৌসুম শুরু করা যাবে না। বুঝতে হবে গত কয়েকটি দিন কঠিন ছিল। এই ক্লাবের জন্য মেসি অনেক কিছু।’ আর্জেন্টাইন সুপারস্টারের অনুপস্থিতিতে পুরো দলকে হাত বাড়িয়ে দিতে হবে মনে করেন কোম্যান।

ডাচ কোচ বললেন, ‘অবশ্যই গোল করা আমাদের জন্য অনেক কঠিন হবে। গত মৌসুমে মেসি ৩০ গোল করেছিল। তাই অন্য খেলোয়াড়দের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, পদক্ষেপ নিতে হবে। আর এখন ব্যক্তিগতর চেয়ে দলগত পারফরম্যান্স করতে হবে। সবসময় একজন খেলোয়াড় নয়, সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে। আশা করি, ইনজুরি থেকে আনসু ফাতি ও কৌতিনিয়োর মতো খেলোয়াড়দের পেলে আমরা একটি শক্তিশালী দল হয়ে উঠব। আমাদের আরো বেশি খাটতে হবে, লোকজন আমাদের কাছে যা প্রত্যাশা করে তা অর্জনে অনেক বেশি কাজ করতে হবে।’

রোববার (১৫ আগস্ট) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সেলোনার লা লিগা মিশন।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়