ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকায় নিউ জিল্যান্ডের পর্যবেক্ষক দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১৭ আগস্ট ২০২১   আপডেট: ১৩:৫০, ১৭ আগস্ট ২০২১
ঢাকায় নিউ জিল্যান্ডের পর্যবেক্ষক দল

বাংলাদেশ সফরকে কেন্দ্র করে  কেন্দ্র করে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঢাকায় এসেছে নিউ জিল্যান্ডের পর্যবেক্ষক দল। আসছে সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

মঙ্গলবার (১৭ আগস্ট) দুই সদস্যের পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছান। আরও এক সদস্য আসতে পারেন ২০ আগস্ট। রাইজিংবিডিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

তিন দিন কোয়ারেন্টাইনের পর তারা পর্যবেক্ষণ শুরু করতে পারেন। তবে কীভাবে পর্যবেক্ষণ এটা নিয়ে আছে সংশয়। কেননা শের-ই বাংলার মাঠ এখন বায়োবাবলের অধীনে না। বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন তাদের মাঠে নিয়ে আসাও ঝুঁকির। 

'তিনদিন তারা কোয়ারেন্টাইনে থাকবে। এরপর আমরা ঠিক করবো কীভাবে তারা পর্যবেক্ষণ করবে। বিষয়টা এত সহজ না। কারণ মাঠ এখনো বায়োবাবলে না। অনেকেই আসা যাওয়া করেন মাঠের মধ্যে। এ অবস্থায় তাদের নিয়ে আসাও ঝুঁকির। তাদের সঙ্গে আলোচনা করে একটা পথ বের করবো।'

দেবাশীষ চৌধুরী আরও জানিয়েছেন, তারা সিরিজ শেষ হওয়া অব্দি থেকে যেতে পারেন।  কিউইদের সফরে বায়োবাবল কেমন হবে? তারাও কী অস্ট্রেলিয়ার মতো সুবিধা পাবে? বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে অস্ট্রেলিয়ার মতো নিউ জিল্যান্ডও একই সুবিধাই পাবে। বিসিবি চেষ্টা করছে অস্ট্রেলিয়া সিরিজের মতো বায়োবাবলের ধারা বজায় রাখতে।

২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউ জিল্যান্ড দল। এই সফরকে সামনে রেখে গত সোমবার রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়