ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আফগানিস্তানে নজর রাখছে আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৭ আগস্ট ২০২১   আপডেট: ১৭:৫২, ১৭ আগস্ট ২০২১
আফগানিস্তানে নজর রাখছে আইসিসি

তালেবানদের ক্ষমতার পালাবদলে আফগানিস্তানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। দেশটিতে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)। দুবাইয়ে সংস্থাটির কার্যালয় থেকে কাবুলে অবস্থিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দেশটিতে কোন ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা বোঝার চেষ্টা করছে আইসিসি।

এসিবির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে দেশে নারীদের ক্রিকেট টিকিয়ে রাখা। সম্প্রতি আফগানিস্তানে এটির উন্নতি ছিল চোখে পড়ার মতো। ২০২০ সালে প্রথমবার ২৫ নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়। দক্ষতাভিত্তিক ক্যাম্পও গড়া হয়।

আইসিসি নারী ক্রিকেট উইংয়ের এক সূত্রের বরাতে ক্রিকবাজ বলছে, ‘এটা ছিল ব্যাপক অগ্রগতি। আমরা জানি না এখন কী অবস্থা হবে।’ এসিবি জানে, আইসিসির পূর্ণ সদস্যপদ অক্ষুণ্ন রাখতে জাতীয় নারী দলও থাকতে হবে। কিন্তু সময় যত গড়াবে, কী হতে যাচ্ছে সেই অনিশ্চয়তা কাটছে না।

আইসিসি নারী ক্রিকেট কমিটির সদস্য লিসা স্টালেকার বলেছেন, ‘আফগানিস্তানে নারী ক্রিকেটে এখন কী হচ্ছে, সেই সম্পর্কে আমি এখনো আইসিসির কাছ থেকে কিছু শুনিনি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি চিন্তিত যে সেখানে কী ঘটছে।’

ভূরাজনৈতিক পরিবর্তন হলেও আফগানিস্তানের ক্রিকেট সম্প্রদায় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিকুল্লাহ স্তানিকজাই বললেন, ‘শরণার্থী ক্যাম্প থেকে শুরু হয়েছে আফগানিস্তানে ক্রিকেট। অনেক পথ এসেছি। সীমিত সম্পদ নিয়ে আমরা পূর্ণ সদস্যপদ অর্জন করেছি।’

আফগানিস্তানের ক্রিকেট পিছিয়ে পড়বে না বিশ্বাস তার, ‘আমি আশা ও দোয়া করি যে আফগানিস্তানে ক্রিকেট বিকশিত হতে থাকবে। আমাদের জন্য এটা খেলার চেয়েও বড় কিছু। ক্রিকেট সারা বিশ্বে আফগানদের অন্যভাবে পরিচিত করেছে। ক্রিকেট দিয়ে বিশ্ব সম্প্রদায়কে আমাদের প্রতিভা ও যুবকদের জন্য বিনিয়োগে রাজি করিয়েছি। আমি আশা করি এটি অব্যাহত থাকবে।’

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বললেন, দেশে অবস্থানরত খেলোয়াড় ও কর্মকর্তারা নিরাপদে আছেন। আগামী সপ্তাহে শ্রীলঙ্কার উদ্দেশে দল রওনার আগে তৃতীয় ক্যাম্প করার চিন্তা তাদের। হাম্বানটোটায় আগামী ১ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে হামিদ বলেন, ‘ক্রিকেট সম্পর্কিত সব খবর ভালো। আফগানিস্তানে আগে কোনোদিন ক্রিকেটীয় কার্যক্রমে কোনো হস্তক্ষেপ ছিল না, এবারো থাকবে না। সবার কাছ থেকে সমর্থন আছে। আমাদের সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী হতে যাচ্ছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়