ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পিএসজি ও মেসির স্বপ্ন-আকাঙ্ক্ষা একই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ১৭ আগস্ট ২০২১  
পিএসজি ও মেসির স্বপ্ন-আকাঙ্ক্ষা একই

নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে নতুন শুরুর অপেক্ষায় লিওনেল মেসি। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে তিনি এখন ফ্রান্সের রাজধানীতে। এখনো মাঠে নামা হয়নি পিএসজির জার্সিতে। তবে ফরাসি জায়ান্টদের মতোই তিনিও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছেন।

২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল পিএসজি। বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায়। আর গতবার সেমিফাইনালে বিদায় নিতে হয় প্যারিসিয়ানদের। মেসিকে নিয়ে সেই আক্ষেপ ঘুচানোর প্রত্যাশায় পিএসজি।

বেইন স্পোর্টসকে মেসিও বললেন একই কথা, ‘আমি বিশ্বাস করি পিএসজি আরেকবার লড়াই করতে প্রস্তুত। গত দুই বছরে খুব কাছে গিয়েছিল। তাদের মতোই চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন ও আকাঙ্ক্ষা আমারও। আশা করি যা প্রয়োজন আমি তা করতে পারব, যেন আমরা লক্ষ্য অর্জন করতে পারি। এটি ক্লাব, ব্যক্তিগতভাবে আমার ও ভক্তদের কাছে অনেক অর্থবহ।’

ফ্রান্সে পা রাখার পর থেকে অন্যরকম অনুভূতি হয়েছে মেসির, ‘সত্যি বলতে এটা ছিল অবিশ্বাস্য। যখন বিবৃতি এলো, আমি এখানে না আসার পরও রাস্তায় মানুষের বন্যা বয়ে গেল। বার্সেলোনার বাইরে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। এমন পাগলামি আর কোথাও দেখিনি। প্রত্যেক মিনিট আমি উপভোগ করছি, শুরু করতে মুখিয়ে আমি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়