ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভালো করবে: সাদমান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১৮ আগস্ট ২০২১  
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভালো করবে: সাদমান

সাদমান ইসলাম

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শেষ করেছে একবারে তলানি থেকে। এর মধ্যেই শুরু হয়ে গেছে ২০২১-২৩ আসর। বাংলাদেশ এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে না নামলেও এবার দলের ভালো করার প্রত্যাশা ওপেনার সাদমান ইসলামের।

বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন সাদমান, 'হয়তো আমাদের শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ অত ভালো হয়নি। তবে এবার সবাই পারফর্ম করছে, ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি এবার ভালো হবে ইনশাল্লাহ।’

করোনার কারণে গত আসরে এমনিতেই সবগুলি সিরিজ ঠিকভাবে মাঠে গড়ায়নি। যা খেলা হয়েছে তাতেও এক প্রকার নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশ। ৭ ম্যাচ খেলে হেরেছে ৬টিতেই। বাকি ১টি ড্র। ৯ দলের মধ্যে অবস্থান সবার শেষে, পয়েন্ট ২০। প্রথমবারের মতো হওয়া এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউ জিল্যান্ড। 

সাদা পোশাকে হতশ্রী পারফরম্যান্সের কারণ কী কম খেলা? এমন প্রশ্নে সাদমান বলেন, 'আগে হয়তো আমরা এত বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম না। তবে সাম্প্রতিক সময়ে আমাদের অনেক টেস্ট ছিল, সামনে অনেক টেস্ট আছে। আমার মনে হয় না যে কম টেস্ট আছে। যদি নিজেদের আরও বেশি প্রস্তুত করতে পারি, ভালো পারফর্ম করতে পারি তাহলে আরো বেশি টেস্ট খেলার সুযোগ হয়তো আসবে। আমাদের আরো বেশি সুযোগ করে দিবে।'

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩৪.০৭ গড়ে সাদমান করেছেন ৪৭৭ রান। সেঞ্চুরি ১টি ও হাফসেঞ্চুরি ২টি। সর্বশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের বিপক্ষে দেখা পান প্রথম সেঞ্চুরির। সাদা পোশাকের ট্যাগ লেগে যাওয়া এই ক্রিকেটার কি অন্য ফরম্যাটেও খেলতে চান?

সাদমান বলেন, 'সব ফরম্যাটে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার, কীভাবে নিজেকে উপরের দিকে নেওয়া যায় এটা নিয়েই কাজ করছি। আশা করি ভালো পারফর্ম করলে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারব।'

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়