ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসিহীন বার্সাকে কম ভয় পায় প্রতিপক্ষ: কোম্যান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২২ আগস্ট ২০২১  
মেসিহীন বার্সাকে কম ভয় পায় প্রতিপক্ষ: কোম্যান

২১ বছরের সম্পর্ক চুকিয়ে লিওনেল মেসি ন্যু ক্যাম্প ছেড়ে গেছেন। বার্সেলোনা শুরু হয়েছে নতুন অধ্যায়। তার শূন্যস্থান পূরণ করার নয়। আর্জেন্টিনা অধিনায়কের বিদায়ে কাতালান জায়ান্টদের মানসিক শক্তি একটু হলেও কমেছে মনে করছেন কোচ রোনাল্ড কোম্যান।

ডাচ কোচের স্বীকারোক্তি, মেসি যখন বার্সেলোনায় ছিলেন তখন প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি আতঙ্কে থাকত। এখন সেই ভয় আর নেই প্রতিপক্ষ শিবিরে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলে লা লিগায় শুভ সূচনার পর অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা। এই ম্যাচ শেষে কোম্যান বলেছেন, ‘আমি বারবার একই বিষয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু আমরা বিশ্বের সেরা খেলোয়াড়ের সম্পর্কে কথা বলছি। যখন মেসি এখানে ছিল, তখন আমাদের প্রতিপক্ষরা অনেক আতঙ্কিত থাকত।’

মেসির ওপর তাদের কতটা ভরসা ছিল সেটাও পরের বাক্যে বোঝালেন ডাচ কোচ, ‘আমাদের জন্যও, যদি আপনি লিওকে বল পাস দেন, সচরাচর সে তা হারায় না। বলতে পারেন (মেসি) তো নেই। আমরা জানি তা এবং এটা পাল্টাতে পারব না।’

স্যান মামেসে স্বাগতিক অ্যাথলেটিক এগিয়ে যায় ইনিগো মার্টিনেজের গোলে। মেম্ফিস ডিপে বার্সার জার্সিতে প্রথম গোল করে পয়েন্ট উদ্ধার করেন। ইনজুরি টাইমে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলা শেষ করে অ্যাথলেটিক।

ফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন কোম্যান, ‘ফুটবলের অনেক বিষয়ের কারণে এটা ছিল দারুণ খেলা। আমি মনে করি খেলার শুরুতে আমরা অনেক জিনিস আমাদের জন্য কঠিন করে ফেলেছিলাম। আমার মতে ড্রই যথার্থ ফল, জেতার সুযোগ ছিল আমাদের, অ্যাথলেটিক অনেক উচ্চ পর্যায়ে খেলেছে। এটা খুব কঠিন মাঠ, তাই আমি এই ফল নিয়ে অখুশি হতে পারি না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়