ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেসিকে থামানোর উপায় এখনো কেউ খুঁজে পায়নি: রেইমস কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৫ আগস্ট ২০২১  
মেসিকে থামানোর উপায় এখনো কেউ খুঁজে পায়নি: রেইমস কোচ

স্পেনের প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে এখন ফ্রান্সে লিওনেল মেসি। নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর জার্সি এখনো গায়ে চড়াতে পারেননি। কোচ মাউরিসিও পচেত্তিনো আভাস দিয়েছেন, আগামী রোববার (২৯ আগস্ট) রাতে রেইমসের মাঠে অভিষেক হতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। এই খবর শুনে নড়েচড়ে বসেছেন প্রতিপক্ষ দলের কোচ অস্কার গার্সিয়া, যার আগেও মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছিল।

স্তাদে অগুস্তে-দেলাউনেতে পিএসজিকে আতিথেয়তা দেবে রেইমস। ফরাসি ক্লাব সেন্ট এতিয়েন্নের সাবেক কোচ গার্সিয়া এই ম্যাচের আগে বিশেষ সতর্ক। ম্যাচের চার দিন আগে থেকে কাতালান কোচের ফোন অনবরত বেজে চলেছে, গণমাধ্যমকর্মীরা জানতে চাচ্ছেন ফ্রান্সে মেসির প্রথম ম্যাচের প্রতিপক্ষ কোচ হিসেবে তার অনুভূতি কী?

ইএফই’কে দেওয়া সাক্ষাৎকারে গার্সিয়া বার্সার একজন সদস্য ও ভক্ত হিসেবে পিএসজির সঙ্গে মেসির চুক্তিতে মিশ্র প্রতিক্রিয়া জানান শুরুতেই, ‘তার মুখোমুখি না হতে পারলেই আমার জন্য ভালো হতো, আমি বলতে চাচ্ছি আমার মনে হচ্ছে সে এখনো বার্সেলোনায়। কিন্তু ফরাসি লিগের জন্য এটা খুব ইতিবাচক ব্যাপার যে বিশ্বের সেরা খেলোয়াড়রা কিংবা এক্ষেত্রে বিশ্বসেরা ফুটবলার এই লিগে আসতে পারছে।’

১৯৮৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বার্সেলোনার যুব দল, বি টিম ও সিনিয়র দলে খেলেছেন গার্সিয়া। কাতালানদের জার্সিতে তার অভিষেক হয়েছিল কোচ জোহান ক্রুইফের অধীনে। কোচ হয়ে গার্সিয়া স্পেনে ফেরেন সেল্টা ভিগোর সঙ্গে। ২০১৯ সালের নভেম্বরে তার কোচিংয়ে প্রথম ম্যাচেই মেসির মুখোমুখি হয় ক্লাবটি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ৪-১ গোলে জেতে বার্সা।

গার্সিয়ার স্মরণ করলেন ওই ম্যাচের কথা, ‘মেসির সঙ্গে অনেক সময় এমনই হয়। আমি মনে করি আমরা ট্যাকটিক্যালি খুব ভালো খেলেছিলাম। বার্সেলোনা তো সুযোগই পাচ্ছিল না। কিন্তু সে দুটি ফ্রি কিক ও একটি পেনাল্টি থেকে গোল করল। ওই মুহূর্তগুলিতে সে খেলা পাল্টে দিলো।’ আরেকবার মেসির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি, তাকে থামানোর উপায়! রেইমস কোচ বললেন, ‘ব্যক্তিগতভাবে তাকে থামাতে কেউই কোনো সূত্র কিংবা উপায় খুঁজে পায়নি এখনো।’

এরই মধ্যে মেসিকে পিএসজির জার্সিতে দেখতে ওই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। গার্সিয়ার কাছে তা অজানা নয়। তিনি বললেন, ‘এটাকে শুধুই আরেকটি ম্যাচ হিসেবে ভাবতে হবে আমাদের। অবশ্যই অনেক প্রত্যাশা আছে। কিন্তু মেটজের বিপক্ষে পয়েন্টের যেমন মূল্য ঠিক তেমনই পিএসজির বিপক্ষে। আমার ও আমার খেলোয়াড়দের জন্য ইউরোপের সেরা দল, না আমি বলব বিশ্বসেরা দলের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ এটি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়