ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুটি জাতীয় দল, কী ভাবছে বিসিবি?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ০৭:৩৪, ২৭ আগস্ট ২০২১
দুটি জাতীয় দল, কী ভাবছে বিসিবি?

ইংল্যান্ডে যখন ভারত টেস্ট ক্রিকেট খেলছে, তখন শ্রীলঙ্কায় সীমিত পরিসরের ক্রিকেট খেলতে মাঠে নামে ভারতের আরেকটি দল। ইংল্যান্ডেরও তাই। একই সময়ে নিজেদের মাঠে তারা আতিথেয়তা দিয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। সময়ের পরিক্রমায় দুইটি জাতীয় দল এখন বিলাসিতা নয়, প্রয়োজন।

কোভিড পরিস্থিতিতে দুই বছরে অনেক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। সেসব পুষিয়ে নিতে টানা খেলার বিকল্প নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একই পরিকল্পনা করছে বলে জানালেন সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভায় এক কাউন্সিলর দুটি জাতীয় দল করা যায় কি না, এমন প্রশ্ন করলে তিনি ইতিবাচক মনোভাব দেখান।

পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে নাজমুল বলেন, ‘আমাদের দুটি জাতীয় দল একসঙ্গে খেলবে এমন সময় আসতে বেশি দেরি নেই বলে আমার ধারণা। নভেম্বরে পাকিস্তান আসার কথা আমাদের দেশে, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড সিরিজও আছে। সুতরাং হতেই পারে।’

তিনি আরো বললেন, 'শুধু বলব যে অস্থির হবেন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে, একটা দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলুস্থুল বাধানো যাবে না। একটু ধৈর্য্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটি জাতীয় দল গঠন করা সম্ভব।'

জাতীয় দলের বর্তমান পাইপলাইন শক্তিশালী বলে নাজমুল দুটি দল নিয়ে বড় আশা দেখছেন। তার মতে বর্তমান দল নিয়ে চাইলেই দুটি দল করা সম্ভব।

তার ভাষ্য, ‘অনেক দিন ধরেই শুনে আসছি আমাদের খেলোয়াড় সংকট। রিপ্লেসমেন্ট ছিল না। এখন বেশ কিছু খেলোয়াড় আমাদের আছে। উদাহরণ হিসবে যদি বলি, এই যে বিশ্বকাপ খেলতে যাবে। নাঈম শেখ, আফিফ হোসেন অসাধারণ করেছে। এর বাইরেও অনূর্ধ্ব-১৯ থেকে যে ছেলেগুলো এলো শরিফুল... অসাধারণ। শরিফুল ও মোস্তাফিজ যদি খেলে, এর আগে আমরা যাদের অপরিহার্য হিসেবে ধরতাম তাদের ছাড়া হবেই না, এখন সেটা নেই। একটা ছেলে এসে জায়গা করে নিলো, এটা ভালো দিক।’

নাজমুল বলেন, ‘নাসুম, শেখ মাহেদী জায়গা করে নিল এটা অসাধারণ। শামিম পাটোয়ারী, সেও অসাধারণ। এমনকি সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, এটা বিশ্বমানের। ও বাংলাদেশের সেরা উইকেটকিপার, এখন পর্যন্ত আমি যেটা দেখেছি।’

তিনি যোগ করেন, ‘মুশফিক, লিটন দাস নিউ জিল্যান্ড সিরিজে দলে ঢুকবে। ওরা যখন ঢুকবে, কাকে বাদ দেবেন? হুট করেই তো কাউকে বাদ দেওয়া যায় না। যখন তামিম আসবে তখন কাকে বাদ দিবেন? আমি বলতে চাচ্ছি এটা একটা সমস্যা, মধুর সমস্যা। এটাই আমরা চাই। এটা চাচ্ছিলম কিন্তু এমনি এমনি তো আর হয়নি, পরিকল্পনার ফলেই এসেছে। ’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়