ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এমবাপ্পের রিয়ালে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২৭ আগস্ট ২০২১   আপডেট: ১৪:০১, ২৭ আগস্ট ২০২১
এমবাপ্পের রিয়ালে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

দলবদলের বাজার বন্ধ হতে আর কয়েক দিন বাকি। প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে কি রিয়াল মাদ্রিদে চলেই যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে? সম্ভাবনা কতটুকু? ফরাসি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছেন, ‘কিলিয়ান এমবাপ্পে চলে যেতে চায়, এটা আমার কাছে স্পষ্ট। আমরাও তাকে আটকে রাখব না, কিন্তু যেতে হবে আমাদের শর্তে।

এই সপ্তাহে রিয়াল এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব পাঠায়। চুক্তির এক বছর বাকি থাকতে এমন দাম যথার্থ হলেও পিএসজি তাতে নারাজি জানায়। ফরাসি জায়ান্টদের এমন আচরণে নাখোশ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, ‘পিএসজি আমাদের প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু সেটা খুবই বাজেভাবে।’

লিওনার্দো জানান, রিয়ালের কাছে এমবাপ্পেকে বিক্রি করলে তার আগের ক্লাব মোনাকোকে সাড়ে তিন কোটি ইউরো দিতে হবে। ২০১৭ সালে ১৮ কোটি ইউরোতে কেনার সময়ই এমন শর্ত জুড়ে দিয়েছিল মোনাকো। তাই সব মিলিয়ে ২০ কোটি ইউরো হলে রিয়ালের কাছে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফরাসি জায়ান্টরা।

আগামী ২০২২ সালের জুনে যে খেলোয়াড় ফ্রি এজেন্ট হবেন, তাকে এখনই কেনার জন্য টাকা-পয়সা খরচ করতে চাচ্ছে কেন রিয়াল? কানাঘুষা হচ্ছে, তাদের ভয় হচ্ছে যে পরের বছর হয়তো এমবাপ্পে লিভারপুল কিংবা ম্যানসিটিতে যেতে চাইবেন অথবা প্যারিস তাকে থেকে যেতে রাজি করাবে!

প্যারিস ক্লাবের ডিরেক্টররাও দৃঢ় প্রতিজ্ঞ। লিওনার্দো যেমনটা বললেন, ‘আমরা কখনো কিলিয়ানকে চলে যাওয়ার দরজা দেখাইনি। আমরা এই ক্লাবকে শক্তিশালী বানাতে চাই। আমাদের লক্ষ্য তার চুক্তি বাড়ানো এবং এখানে তাকে রেখে দেওয়া।’

কিন্তু ব্রাজিলিয়ান এই কর্মকর্তা মনে করেন, রিয়ালের এমন প্রস্তাব কেবলই যোগাযোগের একটি ধরন। লিওনার্দো বলছেন, ‘রিয়ালের অবস্থানের কথা বললে সবকিছু দেখে মনে হচ্ছে আমাদের কাছ থেকে না শোনার একটি কৌশল এটি। তারা দেখাতে চায় যে সব চেষ্টা করেছে এবং এরপরই এক বছর তারা অপেক্ষা করবে তাকে ফ্রিতে নেওয়ার।’

রিয়ালের কৌশল নিয়ে তার আরো ব্যাখ্যা, ‘এটাই তাদের কৌশল। কোনো খেলোয়াড়ের চুক্তি শেষ হওয়ার এক বছর ও ট্রান্সফার মার্কেট বন্ধ হওয়ার সাত দিন আগে তারা প্রস্তাব দেয়। তারা কিলিয়ানকে বোঝাতে চায় সব চেষ্টা করেও তারা প্রত্যাখ্যাত হয়েছে এবং পরের বছরের জন্য আলোচনা শুরু করবে।’

রিয়ালের এমন কর্মকাণ্ডে বিরক্ত তিনি, ‘রিয়াল এমনটা করে যাচ্ছে দুই বছর ধরে। এটা ঠিক নয়, এমনকি অবৈধ। কারণ তারা খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের জন্য এটা অগ্রহণযোগ্য।’

তারপরও পিএসজি আলোচনায় যেতে আগ্রহী বলে জানিয়েছে গণমাধ্যম এবিসি। এই সপ্তাহে ২০ কোটি ইউরোতে দুই পক্ষ সম্মতি হয়ে যেতে পারে।

সমস্যা হলো ট্রান্সফার মার্কেট বন্ধ হওয়ার চার দিন বাকি, এমন সময়ে এমবাপ্পে চলে গেলে তার শূন্যস্থান কীভাবে পূরণ হবে? লিওনার্দো এমন কিছুর জন্য প্রস্তুত নয়, ‘এই মুহূর্তে দলবদলের বাজারের জন্য আমি কিছু তৈরি করছি না। কিলিয়ানের এক বছরের চুক্তি বাকি আছে, আমরা চাই সেটা বাড়াতে। কখনো প্ল্যান বি’র চিন্তা করিনি আমরা।’

এমবাপ্পে চলে গেলে তার জায়গায় দুজনের নাম শোনা যাচ্ছিল, এভারটনের রিচার্লিসন ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি। কিন্তু বুন্দেসলিগা ক্লাব জানিয়ে দিয়েছে, তাদের সেরা স্ট্রাইকারকে ছাড়বে না। তাকে বিক্রি করবে না বলে ১০ কোটির বেশি পাউন্ড দাম নির্ধারণ করেছে বায়ার্ন। এদিকে এভারটনও আগস্টের শেষ দিকে এসে তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে ছেড়ে দিতে রাজি নয়।

সব মিলিয়ে এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার বিষয়টি দুলছে অনিশ্চয়তার দোলনায়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়