ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উইকেট নিয়ে ইতিবাচক মনোভাব দেখানোর তাগিদ মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৩১ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৪৬, ৩১ আগস্ট ২০২১
উইকেট নিয়ে ইতিবাচক মনোভাব দেখানোর তাগিদ মাহমুদউল্লাহর

স্লো উইকেটে সবশেষ অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে ঘায়েল করেছিল বাংলাদেশ। এবার সামনে প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। পরিকল্পনা, উইকেট কি একই থাকছে? অর্থাৎ স্লো উইকেটে অজি বধের মতো কিউই বধ! টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে ছোটার কথা রানের ফোয়ারা, সেখানে ছিল একের পর এক ডট বল আর উইকেটের মহা উৎসব।

এবারও কি স্লো উইকেট?  ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে প্রশ্নে ইতিবাচক মনোভাব দেখানোর তাগিদ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের অধিনায়ক প্রত্যাশা করেছেন ভালো উইকেটের।

মাহমুদউল্লাহ বলেছেন, 'আমি যেটা সব সময়ই বলি যে মিরপুরের উইকেট নিয়ে নিশ্চিত করে কিছু বলা একটু কঠিন। আমার মনে হয় যে ইতিবাচক মনোভাব দেখানোই ভালো, আমরা ভালো উইকেট প্রত্যাশা করে মাঠে নামব ইনশাআল্লাহ। আমার মনে হয় যে ওই মনোভাবটা গুরুত্বপূর্ণ, এছাড়া আপনি যদি আগেই চিন্তা করেন এটা ১১০-১২০ রানের উইকেট, তাহলে ম্যাচে নেতিবাচক মনোভাবে যাওয়া হবে। তাই আমার মনে হয় এটা ভাবাও ঠিক না, আপনি ইতিবাচক মনোভাব নিয়ে যাবেন যে এটা ভালো উইকেট হবে।'

অস্ট্রেলিয়া সিরিজে স্লো উইকেটে খাবি খেয়েছেন ব্যাটসম্যানরা। ৫ ম্যাচের ওই সিরিজে ওভার প্রতি রান হয়ে ৫.৮৫ করে। টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত ১০০ ওভার হয়েছে এমন ৯৬টি দ্বিপাক্ষিক সিরিজে এটি সর্বনিম্ন রানের রেকর্ড। প্রতি ১৪.৭৩ রানে পড়েছে একটি করে উইকেট; এই ৯৬টি সিরিজে যা দ্বিতীয়। ৫ ম্যাচের এই সিরিজে চার হয়েছে মাত্র ৬৫টি, আর ছয় ২৯টি। ১০টির বেশি চার মেরেছেন মাত্র দুজন; মিচেল মার্শ ও সাকিব আল হাসান দুজনেই ১২টি করে। আর সর্বোচ্চ ৫টি ছয় মেরেছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

এই উইকেটে ব্যাটসম্যানদের যে রান করা কঠিন, সেটি দুই দিন আগে বলেছিলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। এবারো একই উইকেট হতে পারে আভাস দিয়েছিলেন তিনি, 'নিউজিল্যান্ড সিরিজে হয়ত অনেকটা একই উইকেট থাকবে। অস্ট্রেলিয়া সিরিজের শিক্ষা কাজে লাগাতে হবে।' 

তবে কিউইদের বিপক্ষে ভালো ব্যাটিংয়ের প্রত্যাশার কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'ইনশাআল্লাহ আমাদের যে ব্যাটিং স্ট্রাইকরেট আছে, আমরা আমাদের মতো যদি ব্যাটিং করতে পারি ভালো করব।' 

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়