ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্যার অ্যালেক্স, এটি আপনার জন্য: রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৩১ আগস্ট ২০২১   আপডেট: ১৯:০০, ৩১ আগস্ট ২০২১
স্যার অ্যালেক্স, এটি আপনার জন্য: রোনালদো

শেকড়ে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পিএসজি, ম্যানচেস্টার সিটির গুঞ্জন উড়িয়ে এক যুগ পর ফিরলেন সেই ক্লাবে, যেখান থেকে তার ক্যারিয়ার সংজ্ঞায়িত হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনকে ক্লাবটির লিজেন্ডারি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে উৎসর্গ করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। মঙ্গলবার (৩১ আগস্ট) ম্যানইউর সঙ্গে দেড় কোটি ইউরোতে দুই বছরের চুক্তিতে সই করেছেন রোনালদো, চুক্তি এক বছর বাড়ানোরও পথ খোলা রাখা হয়েছে। 

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানইউতে তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ৯টি ট্রফি জিতেছেন রোনালদো। সেই সময়টা ইউনাইটেডের ইতিহাসের পাতায় লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। এরপর ৯ বছর স্পেনের জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাটান। যান ইতালিতেও। এই তিন দেশের লিগ শিরোপা জেতা প্রথম খেলোয়াড় তিনি।

স্পোর্তিং সিপি থেকে ১৮ বছর বয়সের টগবগে তরুণ রোনালদো যোগ দিয়েছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে। ফার্গুসনের ছোঁয়ায় বদলে যান এক পলকে। এখন স্কটিশ কোচ নেই, ম্যানইউর সঙ্গে ২৭ বছরের সম্পর্ক শেষ করেছেন ২০১৩ সালে। ক্লাবটির সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করে সেই ফার্গুসনকে সবার আগে স্মরণ করলেন রোনালদো।

ইনস্টাগ্রামে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন, ‘যারা আমাকে চেনে, তারা জানে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আমার ভালোবাসা কখনো শেষ হওয়ার নয়। এই ক্লাবে যে কয় বছর ছিলাম, তা ছিল অসাধারণ। আমরা একসঙ্গে যে পথ পাড়ি দিয়েছি তা এই দারুণ ও চমৎকার প্রতিষ্ঠানের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এখন আমার অনুভূতি কী তা বলে বুঝাতে পারছি না, ওল্ড ট্র্যাফোর্ডে আমার ফেরার ঘোষণা বিশ্বব্যাপী দিচ্ছি।’

তিনি আরো যোগ করেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। পরে ম্যানইউর বিপক্ষে যখন খেলতে হয়েছে আমাকে, এমনকি প্রতিপক্ষ হিসেবে, তখনও গ্যালারি থেকে সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করতাম। এটা এমন একটি ব্যাপার, যা শতভাগ স্বপ্ন দিয়ে তৈরি।’

ওল্ড ট্র্যাফোর্ড ক্লাবটির হয়ে ২৯২ ম্যাচ খেলে ১১৮ গোল করা রোনালদো মনে করেন, তিনি এই ক্লাবেরই একজন। শেষাংশে লিখেছেন, ‘আমি এখন এখানে। যেখানে আমার থাকার কথা সেখানে আমি ফিরে এসেছি। আসুন, আবার এটি ঘটানো যাক। স্যার অ্যালেক্স, এটি (ম্যানইউতে ফেরা) আপনার জন্য...।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়