ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘরে ফিরে উচ্ছ্বসিত রোনালদো, চান ইতিহাস গড়তে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:৩৮, ১ সেপ্টেম্বর ২০২১
ঘরে ফিরে উচ্ছ্বসিত রোনালদো, চান ইতিহাস গড়তে

ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন ছয় বছর, পরে তার চেয়েও বেশি- ৯ বছর কাটান রিয়াল মাদ্রিদে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবের প্রতি তার ভালোবাসা অফুরন্ত। ওল্ড ট্র্যাফোর্ডকে নিজের বাড়ি মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে ফিরতে পেরে উচ্ছ্বসিত পর্তুগিজ ফরোয়ার্ড, ক্লাবের সঙ্গে আরো ইতিহাস তৈরি করার ক্ষুধা তার ভেতরে।

মঙ্গলবার সকালে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ম্যানইউ। এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রেখে দুই বছরের চুক্তি করেন তিনি।

২০০৯ সালে ইউনাইটেড ছাড়ার পর রিয়াল ও জুভেন্টাসে সব মিলিয়ে ৫৫১টি ক্লাব গোল করেছেন। ক্লাবের সঙ্গে এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী বললেন, এটাই তার ফেরার সঠিক সময়।

ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে রোনালদো বলেছেন, ‘এই চমৎকার ক্লাবের সঙ্গে আমার দারুণ ইতিহাস আছে। এখানে এসেছিলাম ১৮ বছর বয়সে এবং ১২ বছর পর আবার ঘরে ফিরে অবশ্যই আমি খুব খুশি। আমি সত্যিই আনন্দিত এবং আমার প্রথম ম্যাচ খেলতে আমি উন্মুখ।’

ম্যানইউতে ফেরার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন রোনালদো, ‘আমি মনে করি আমি সেরা সিদ্ধান্ত নিয়েছি। জুভেন্টাস থেকে এখন আমি ম্যানচেস্টারে, এটা নতুন অধ্যায়। আমি আবারো খেলতে চাই, সেরা ফল, আরো ট্রফি জিতে আমি ম্যানচেস্টারকে সহায়তা করতে চাই।’

সাবেক ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কতটা শক্তিশালী সম্পর্ক সেটাও বললেন রোনালদো। তিনি জানান, কিংবদন্তি কোচের সঙ্গে নিয়মিত কথা হয় তার এখনো। তার ক্যারিয়ারে স্কটিশ কোচের যে প্রভাব, এজন্য তিনি কৃতজ্ঞ।

রোনালদো বলেন, ‘সবাই জানে, আমি যখন ১৮ বছর বয়সে ম্যানচেস্টারের সঙ্গে চুক্তি করি, তখন স্যার অ্যালেক্স ফার্গুসন ছিলেন চাবিকাঠি। আমার মনে পড়ে যখন ম্যানচেস্টারের বিপক্ষে আমরা খেললাম, তখন আমি স্পোর্টিং লিসবনে। আমার কাছে ফুটবলে স্যার অ্যালেক্স ফার্গুসন বাবার মতো।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে ফার্গুসনের অবদান স্বীকার করলেন রোনালদো, ‘তিনি আমাকে অনেক সহায়তা করেছিলেন, অনেক কিছু শিখিয়েছেন। আমার মতে তার বড় ভূমিকা ছিল, কারণ আমাদের সম্পর্ক অন্যমাত্রার। আমরা সব সময় যোগাযোগ রেখেছি। তিনি অবিশ্বাস্য একজন ব্যক্তি। আমি সত্যিই তাকে অনেক পছন্দ করি। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে এজন্য তাকেই কৃতিত্ব দেওয়া যায়। তার জন্যই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলাম।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়